ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লায়নের ঘূর্ণিতে দিশেহারা নিউ জিল্যান্ড, বড় জয় অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৩ মার্চ ২০২৪   আপডেট: ১১:৫০, ৩ মার্চ ২০২৪
লায়নের ঘূর্ণিতে দিশেহারা নিউ জিল্যান্ড, বড় জয় অস্ট্রেলিয়ার

সবুজ পিচ হঠাৎ রূপ বদলে ফেললো, সেটা ম্যাচের দ্বিতীয় দিনেই ধরা পড়ার পর ম্যাচের ফলাফল নিয়েও অনেকটা ধারণা পাওয়া গিয়েছিল। তাতে চারদিনেই শেষ হয়ে গেল ওয়েলিংটন টেস্ট। নাথান লায়নের স্পিন ঘূর্ণির জবাব দিতে পারলো না নিউ জিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অলআউট হলো ১৯৬ রানে। ফলে ১৭২ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ওয়েলিংটনে অজিদের ছুঁড়ে দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনেই ৩ উইকেট হারায় নিউ জিল্যান্ড । চতুর্থ দিনেও অব্যাহত থাকে উইকেট হারানোর মিছিল। ছোবলটা দিয়েছেন লায়ন। তার ঘূর্ণিতে চতুর্থ দিন এক সেশনও টিকতে পারলো না নিউ জিল্যান্ড।  দারুণ এ জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 

আরো পড়ুন:

আগের দিনে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল চতুর্থ উইকেট জুটিতে ৫২ রান তুলে দিন পার করেন। আজ জিততে হলে নিউ জিল্যান্ডকে করতে হতো আরও ২৫৮, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু ব্যাটিংয়ে নেমেই লায়নের ছোবলের সামনে পড়ে কিউইরা। রবীন্দ্রকে (৫৯) ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আজ প্রথম সাফল্য এনে দেন লায়ন। একই ওভারে বিদায় নেন টম ব্লান্ডেলও।

এরপর চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। নিজের পরের ওভারে এসে লায়ন তুলে নেন ফিলিপসের উইকেট। সপ্তম উইকেট জুটিতে মিচেল ও স্কট কুগেলাইন ৩৬ রান যোগ করে হারের ব্যবধান শুধু কমিয়েছেন। এর মধ্যেই টিম সাউদির উইকেট তুলে নিয়ে টেস্টে পঞ্চমবারের মতো ১০ উইকেট পূর্ণ করেন লায়ন। 

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে পড়ে ছিলেন ড্যারিল মিচেল। অবস্থা দেখে তিনিও হাল ছেড়ে দেন। ৩৮ রান করে হ্যাজেলউডের বলে ফিরতি ক্যাচ দিয়ে মিচেল ফিরতেই নিউ জিল্যান্ডের মাটিতে টানা ষষ্ঠ টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। 

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৩৮৩ ও ১৬৪ (লায়ন ৪১, গ্রিন ৩৪; ফিলিপস ৫/৪৫, হেনরি ৩/৩৬)
নিউজিল্যান্ড: ১৭৯ ও ১৯৬ (রবীন্দ্র ৫৯, মিচেল ৩৮; লায়ন ৬/৬৫, হ্যাজেলউড ২/২০)
ফল: অস্ট্রেলিয়া ১৭২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়