ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রথমবার মিরপুরে এসে অস্ট্রেলিয়া নারী দলের ছুটোছুটি  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১৮ মার্চ ২০২৪  
প্রথমবার মিরপুরে এসে অস্ট্রেলিয়া নারী দলের ছুটোছুটি  

নিশ্চিদ্র নিরাপত্তা। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তের জায়গায় জায়গায় পুলিশ-আনসার। সংবাদকর্মীদের প্রবেশেও বারবার জিজ্ঞাসা। জাতীয় পুরুষ ক্রিকেট দল চট্টগ্রামে তখন শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে, কিন্তু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এত নিরাপত্তার একটাই কারণ, হোম অব ক্রিকেটে প্রথমবার অস্ট্রেলিয়া নারী দলের আগমন। 

সোমবার (১৮ মার্চ) দুপুরে কড়া নিরাপত্তায় মিরপুরে পা রাখে অ্যালিসা হ্যালির দল। ক্রিকেটাররা মাঠে আসতেই দলটির কোচ-ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্তারা ব্যস্ত হয়ে পড়েন সুযোগ সুবিধা দেখতে। 

কেউ একাডেমি মাঠে, কেউ জিমে আবার কেউ ইনডোরে। কোচ-ম্যানেজারকে কথা বলতে দেখা যায় প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গেও। উইকেট দেখার পর মূল মাঠের এক কোনায় শুধু ওয়ার্ম আপের জন্য গামিনির অনুমতি পায় অস্ট্রেলিয়া।   

বাংলাদেশের বিপক্ষে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া নারী দল। কয়েক দফায় দলটির সদস্যরা ঢাকায় পা রাখে। সবশেষ আইপিএল ফাইনাল খেলে ঢাকায় পৌঁছান এলিস পেরিরা।

কোচ-ম্যানেজাররা যখন ক্রিকেটারদের অনুশীলনের জায়গা পরিদর্শনে ব্যস্ত তখন শের-ই-বাংলার এক কোণায় ফুটবল নিয়ে মেতেছিলেন অস্ট্রেলিয়ার মেয়েরা। গা-গরম শেষে ধাপে ধাপে নেটে ব্যাটিং-বোলিংও ঝালিয়ে নেন তারা। 

২১ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে খেলা, শেষ হবে ৪ এপ্রিল। মাঝে ২৪ ও ২৭ মার্চ দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচটি হবে ২ এপ্রিল। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। টি-টোয়েন্টি দুপুর ১২টায়। সবগুলো ম্যাচ হবে মিরপুরে। 

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়