ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়বঞ্চিত মেসিহীন মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৩১ মার্চ ২০২৪   আপডেট: ১১:১২, ৩১ মার্চ ২০২৪
জয়বঞ্চিত মেসিহীন মায়ামি

ইনজুরির কারণে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারছেন না লিওনেল মেসি। তাকে ছাড়া রোববার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মাঠে নামে মায়ামি। নিউ ইয়র্ক সিটি এফসি’র বিপক্ষের এই ম্যাচে লুইস সুয়ারেজ গোল পেলেও জয় পায়নি দ্য হেরন্সরা। ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করেছে।

এদিন ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে জুলিয়ান গ্রেসেলের ক্রসে হেড নিয়ে জালে জড়ান সুয়ারেজ।

আরো পড়ুন:

তবে ৩৪ মিনিটে সমতা ফেরায় নিউ ইয়র্ক সিটি। কিয়েটন পার্কসের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন আলোনসো মার্টিনেজ। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৪৯ মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল আলোনসো মার্টিনেজ। কিন্তু সেটি রুখে দেন মায়ামির গোলরক্ষক। ৫৩ মিনিটে মায়ামির রবার্ট টেইলর একটি গোলের সুযোগ মিস করেন। এরপর সুয়ারেজের দুটি দারুণ শট রুখে দেন নিউ ইয়র্কের গোলরক্ষক। ৮০ মিনিটের মাথায় সুয়ারেজের আরও একটি সুযোগ ধরে ফেলেন তিনি। যোগ করা সময়ে নিউ ইয়র্ক সিটির সান্তিয়াগো রদ্রিগুয়েজের বাম পায়ের শট রুখে দেন মায়ামির গোলরক্ষক। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়