ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী ফুটবলারদের বেতনের ‘স্থায়ী’ সমাধান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:০৭, ৭ এপ্রিল ২০২৪
নারী ফুটবলারদের বেতনের ‘স্থায়ী’ সমাধান

ঈদের ছুটি কাটাতে বাফুফে ভবন থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে ছিলেন সানজিদা আক্তার। স্থানীয় এক গণমাধ্যম তাকে জিজ্ঞেস করেন, ‘বেতন পেয়েছেন তো?’ মুখে মিষ্টি হাসি দিয়ে সানজিদা তড়িঘড়ি করে বেরিয়ে যান বাফুফে ভবন থেকে। একই অবস্থা আরেক ফুটবলারের।

মাস শেষে বেতন তাদের প্রাপ্য পারিশ্রমিক। সেই পারিশ্রমিক তারা পেয়েছেন কিনা ওই অপ্রীতিকর প্রশ্ন তাদেরকে বিড়ম্বনায় ফেলে দেয়। আর যা-ই হোক বাফুফের বিরুদ্ধে তো কিছু বলা যাবে না! ওই বাংলাদেশ ফুটবল ফেডারেশনই তাদের বেতনের বিষয়টি স্থায়ী সমাধান করলো। ফিফার সহায়তায় এখন থেকে প্রতি মাসে বেতন পাবেন সানজিদা, সাবিনারা।

আরো পড়ুন:

ফিফা জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার বার্ষিক অনুদান থেকে মেয়েদের বেতন দেওয়া যাবে, যেটা আগে দেওয়া যেত না। তাতে স্থায়ীভাবে বেতন ইস্যুর সমাধান হলো। গত বছরের আগষ্ট থেকে ৩১ ফুটবলারের বেতন দিয়ে আসছে বাফুফে। চারটি ক্যাটাগরিতে তারা বেতন পাচ্ছিলেন।

সাবিনাসহ ১৫ ফুটবলার মাসে ৫০ হাজার টাকা পাচ্ছেন। ১০ জন বেতন পাচ্ছেন ৩০ হাজার টাকা করে। বাকি ৬ ফুটবলারের ৪ জনের ২০ হাজার, ২ জনের বেতন ১৮ হাজার। এক সময় বেতন নিয়ে আন্দোলন করতে হয়েছিল সাবিনাদের। আনুষ্ঠানিকভাবে চুক্তি করায় বেতনের সমস্যা সমাধান হয়েছিল। এবার স্থায়ীভাবে তাদের বেতনের নিশ্চয়তাও হয়ে গেল। 

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়