ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

রোনালদোর লাল কার্ড, বিদায় আল নাসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:৩৩, ৯ এপ্রিল ২০২৪
রোনালদোর লাল কার্ড, বিদায় আল নাসর

মাঠে দুর্দান্ত সময় কাটালেও এবার লাল কার্ড হজম করতে হলো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে। গতকাল সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসর-আল হিলাল ম্যাচে লাল কার্ড দেখেন রোনালদো। ম্যাচটাও তাদের পক্ষে আসেনি। 

আল নাসর ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে সুপার কাপ থেকে। রোনালদো লাল কার্ড দেখার আগেই আল নাসর ২ গোলে পিছিয়ে ছিল। শেষ মুহূর্তে সাদিও মানে গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন মাত্র। 

ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড দেখেন রোনালদো। সাইডলাইনে যাওয়া বল কুড়াতে গিয়েছিলেন আল হিলালের আলি আলবুলাইহি। তাকে সরিয়ে রোনালদো বল টেনে নেন। ওই সময়ে আল হিলালের ডিফেন্ডাররা তাকে প্রতিরোধ করলে এক পর্যায়ে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো।

রেফারির সামনেই ঘটনা ঘটায় দ্রুতই লাল কার্ড দেখেন রোনালদো। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে তখন হাত মুষ্টিবদ্ধ করে তার দিকে ঘুষি দেওয়ার মতো ভঙ্গি করেন আল নাসরের তারকা। এরপর আর্মব্যান্ড খুলে বেরিয়ে যান সিআর সেভেন। 

চলতি মৌসুমেও ট্রফিবিহীন থাকতে হচ্ছে রোনালদোর দলকে। সৌদি প্রো লিগের শিরোপা তাদের পাওয়া হচ্ছে না। আল হিলালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। এবার সৌদি সুপার কাপেও তাদের পথ আটকে গেল সেমি ফাইনালে। 

এই ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেছেন রোনালদো। ১৭ মিনিটে গোল রক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। মিনিট পাঁচেক পর দূর পাল্লার আরেকটি শট বারপোস্টের কাছ ঘেঁষে বেরিয়ে যায়। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আল হিলালের হয়ে গোল করে আলদাউসারি। ১১ মিনিট পর তারা দ্বিতীয় গোলের স্বাদ পায়। ম্যালকম গোল করে দলকে এগিয়ে নেন। ফাইনালের সুযোগ হাতছাড়া হচ্ছিল বলে রোনালদোরা ছিল মরিয়া। শেষ পর্যন্ত মাথা গরম থেকেই ম্যাচের ৭৫ মিনিটে লাল কার্ড দেখেন তিনি। 

১১ এপ্রিলের ফাইনালে আল হিলালের প্রতিপক্ষ আল ইত্তিহাদ। 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়