ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বিসিবি প্রধান নির্বাচক লিপুর একমাত্র বোন মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১৩ এপ্রিল ২০২৪  
বিসিবি প্রধান নির্বাচক লিপুর একমাত্র বোন মারা গেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একমাত্র বোন আফরোজা আক্তার আজ সকালে উত্তরায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে বিসিবির প্রধান নির্বাচক পদে দায়িত্ব গ্রহণ করেন লিপু। ২০১৬ সালের জুনের পর নির্বাচক প্যানেলে পরিবর্তন আনে বিসিবি। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেনি। লিপু ও হান্নান সরকারকে দেওয়া হয় দায়িত্ব। আগে থেকেই ছিলেন আব্দুর রাজ্জাক। 

এর আগে লিপু বিসিবির সাবেক পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় দলের হয়ে লিপু সাতটি ওয়ানডে খেলেছেন। ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়