ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৩ জুন ২০২৪  
শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা একদমই ভালো হলো না শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৭ রানে অলআউট ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাধারীরা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৮২ রান। ২০১৬ সালে ভারতের বিপক্ষে বিশাখাপত্তনমে ৮২ রানে অলআউট হয়েছিল তারা। লম্বা সময় পর বিবর্ণ ব্যাটিংয়ে ৭৭ রানে অলআউটের তিক্ত স্বাদ পেল লঙ্কানরা।

আরো পড়ুন:

তবে বিশ্বকাপে এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ নয়। নেদারল্যান্ডসকে ৩৯ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের নাকানি-চুবানি খাইয়েছিল তারা।

এদিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া অ্যানরিখ নরকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ইকোনোমিকাল বোলিংয়ের রেকর্ড গড়েছেন। ৪ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট নেন তিনি। যেখানে তার বোলিং ইকোনমি ছিল ১.৭৫। এই রেকর্ডটি নরকিয়ে ছিনিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার বৈচিত্র্যময় স্পিনার অজন্তা মেন্ডিসের থেকে। ২০১২ সালে হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে ২.০ ইকোনমিতে বোলিং করেছিলেন মেন্ডিস।

সঙ্গে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ক্রিকেটে এতো কম রানে প্রতিপক্ষকে অলআউটের কীর্তিও করেছে। শ্রীলঙ্কাকে ৭৭ রানে অলআউটের আগে ২০১৬ সালে ভাইজাকে ভারতকে ৮২ রানে গুঁড়িয়ে দিয়েছিল প্রোটিয়ারা।

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়