ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিসির মাসসেরার লড়াইয়ে শাহীনের সঙ্গে আইরিশ ক্রিকেটার 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ৭ জুন ২০২৪  
আইসিসির মাসসেরার লড়াইয়ে শাহীনের সঙ্গে আইরিশ ক্রিকেটার 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার বাছাইয়ে তিনজনকে মনোনয়ন করেছে। পাকিস্তানি তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির সঙ্গে এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি ও আইরিশ উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার।

আজ শুক্রবার (০৭ জুন, ২০২৪) আইসিসির পাঠানো বিবৃতিতে এই তিন ক্রিকেটারকে মাসসেরার মনোনয়ন দেওয়ার বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

মে মাসে বল হাতে শাহীন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। তার মধ্যে টানা তিন ম্যাচে পেয়েছেন ৩টি করে উইকেট। এর আগে তিনবার মনোনয়ন পাওয়া শাহীন আছেন প্রথম পুরস্কার পাওয়ার অপেক্ষায়। 

ওয়েস্ট ইন্ডিজের মোতি ৩ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার দুর্দান্ত বোলিংয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে ক্যারিবিয়ানরা।

এদিকে প্রায় বছর খানেক পর কোনো আইরিশ ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন টাকার। চার ম্যাচে তিনি করেন ২১৯ রান। তার মধ্যে পাকিস্তানের বিপক্ষে ৫১ ও ৭৩ রান রয়েছে। 

এ ছাড়া নারী ক্রিকেটে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আত্তাপাত্তু, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রেস ও ইংল্যান্ডের শফি একলেসটোন মনোনয়ন পেয়েছেন।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়