ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রোয়েটদের উড়িয়ে ইউরোতে স্প্যানিশদের শুভযাত্রা 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৫, ১৬ জুন ২০২৪   আপডেট: ০২:১৭, ১৬ জুন ২০২৪
ক্রোয়েটদের উড়িয়ে ইউরোতে স্প্যানিশদের শুভযাত্রা 

ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইউরো ২০২৪-এ শুভযাত্রা করেছে স্পেন। কর্তৃত্ব দেখিয়ে দাপুটে খেলা স্প্যানিশদের কাছে পাত্তায় পায়নি ক্রোয়েটরা। 

বার্লিনে গ্রুপ ‘বি’ থেকে শনিবার রাত ১০টায় মুখোমুখি হয় দুই দল। ৩-০ গোলে জয়ের হাসি হাসে স্পেন। তিনটি গোলই আসে প্রথমার্ধে। 

আরো পড়ুন:

দ্বিতীয়বারের মতো বড় কোনো টুর্নামেন্টে তিন কিংবা তার বেশি গোলে জয় পেয়েছে স্পেন। এর আগে ২০০৮ সালে তারা ৪-১ গোলে হারিয়েছিল রাশিয়াকে। বড় কোনো টুর্নামেন্টের তৃতীয়বারের মতো এত বড় ব্যবধানে হেরেছে লুকা মডরিচরা। এর আগে ১৯৯৬ সালে ইউরোতে পর্তুগাল আর ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারে তারা। 

আলভারো মোরাতার গোলে ২৯ মিনিটে এগিয়ে যায় স্পেন। ইউরো-বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোলের মালিক হলেন মোরাতা। ১৩টি গোল নিয়ে সবার উপরে ডেভিড ভিয়া। 

মোরাতার গোলের উৎসবের রেশ না কাটতে দ্বিতীয় গোলের দেখা পায় স্পেন। ফ্যাবিয়ান রুইজ এগিয়ে দেন দলকে। বিরতিতে যাওয়ার ব্যবধান তিনগুণ করেন দানি কার্ভাহাল। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল দেন কার্ভাহাল। 

পুর ম্যাচে ৫৪ শতাংশ সময় বল ছিল স্প্যানিশদের পায়ে। আক্রমণে দুই দলই প্রায় কাছাকাছি ছিল। স্পেন শট নেয় ১৬টি, ক্রোয়েটরা নেয় ১১টি। যদিও একবারও লক্ষ্যভেদ করতে পারেনি স্পেনের জাল। 

প্রথম ম্যাচে হেরে পিছিয়ে গেছে ক্রোয়েশিয়া। গ্রুপের অন্য দুটি দল হলো ইতালি-আলবেনিয়া। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ম্যাচটি শুরু হয়েছে। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়