ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অধিনায়ক হিসেবে ফিরলেন বাভুমা, টেস্ট দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ৮ জুলাই ২০২৪  
অধিনায়ক হিসেবে ফিরলেন বাভুমা, টেস্ট দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ দিয়ে অধিনায়যক হিসেবে আবার ফিরছেন টেম্বা বাভুমা। তবে বিশ্রাম দেওয়া হয়েছে মার্কো জানসেনকে।

বাভুমা সবশেষ সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। এরপর আবার দলকে নেতৃত্ব দিতে ফিরলেন।

আরো পড়ুন:

টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন ম্যাথিউ ব্রিটজকে। ইতোমধ্যে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছে। এবার টেস্টে অভিষেকের অপেক্ষায় এই ব্যাটসম্যান। সবশেষ ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান রায়ান রিকেল্টনও দলে ফিরেছেন এক বছর পর।

আগামী ৭ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইন্সপার্ক ওভালে শুরু হবে প্রথম টেস্ট। এরপর গায়ানায় ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজে, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ায়ান মুলদার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, কাগিসু রাবাদা, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়