ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৩ টেস্টে ৬ শূন্য— জয় বললেন, ‘সমাধান করার চেষ্টা করতেছি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৮ জুলাই ২০২৪  
১৩ টেস্টে ৬ শূন্য— জয় বললেন, ‘সমাধান করার চেষ্টা করতেছি’

নিউ জিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে রয়েছে দারুণ অবদান। ব্যাট হাতে দিয়েছিলেন ধৈর্য্যের পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তবে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা দেখাতে পারছেন না যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়।

সবশেষ তিন টেস্টের ৬ ইনিংসের কোনোটিতে ত্রিশের বেশি রান করতে পারেননি জয়। সবশেষ ফিফটি নিউ জিল্যান্ডের বিপক্ষে গত ডিসেম্বরে। সবমিলিয়ে ১৩ টেস্টে জয় ৬ বার আউট হন শূন্যরানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে দুই ইনিংসে শূন্যরানে আউটের বাজে রেকর্ডও গড়েন। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিসহ তার গড় ২৫.৯৮। 

আরো পড়ুন:

সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হলে শূন্যরানে আউট ও গড় নিয়ে প্রশ্নের মুখোমুখি হন জয়। এ সময় প্রস্তুতির গুরুত্বের কথা বলে এই ডানহাতি ব্যাটার জানান, সমাধানের চেষ্টা করছেন।

‘আমাদের প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। টাইগার্স ক্যাম্প হচ্ছে, ওখানে আমরা ভালোভাবে প্রস্তুত হচ্ছি।  ওটা নিয়ে আমার চিন্তার আছে, সামনে কীভাবে গড়টা ভালো করা যায়, কীভাবে ধারাবাহিক পারফর্ম করা যায়, ওটা নিয়ে চিন্তাভাবনা আছে। যতটুক সম্ভব আমরা এগুলো সমাধান করার চেষ্টা করতেছি।’ 

চট্টগ্রামে টাইগার্স ক্যাম্পে নিবিড়ভাবে প্রস্তুত হচ্ছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। সেখানে জয় পড়েন ইনজুরির কবলে। সপ্তাহ খানেকের মধ্যে ফিট হয়ে ব্যাটিংয়ে ফিরবেন। ১৩ জুলাই উড়াল দেবেন অস্ট্রেলিয়ায়। সেখানে হাইপারফরম্যান্স দলের হয়ে খেলবেন দুটি চারদিনের ম্যাচ, ৩টি ওয়ানডে।

ইনজুরি নিয়ে এই ব্যাটার বলেন, ‘না, এটা আমাদের চিটাগাং এর টাইগার্সের একটা অনুশীলনে লাগছিল। ছয়টা সেলাই পড়েছে। আপডেট হচ্ছে ডাক্তার দেখতেছে আপডেট হচ্ছে ১০ তারিখের মধ্যে সেলাইটা কাটবে ইনশাল্লাহ আমি ১৩-১৪ তারিখ ব্যাক করব।’

টেস্টের ওপেনিং জুটির অধারবাহিকতা নিয়েও কথা বলেছেন জয়। জানিয়েছেন সবসময় চেষ্টা করেন সুযোগ কাজে লাগানোর। 

‘সব সময় যে যখনই যে জায়গায় খেলে সবাই চেষ্টা করে যে ভালো করার। দেখা যায় এখন ইনজুরি খারাপ পারফরমেন্স হতেই পারে, নিজের হাতে থাকে না৷ সবসময় চেষ্টা করি যখনই সুযোগ পাই কাজে লাগানোর।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়