ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেকেই অ্যাটকিনসনের ৭ উইকেট, ১২১ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ১০ জুলাই ২০২৪   আপডেট: ২০:৩৯, ১০ জুলাই ২০২৪
অভিষেকেই অ্যাটকিনসনের ৭ উইকেট, ১২১ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ

অভিষেক টেস্টেই বাজিমাত করলেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। লর্ডসে আজ বুধবার (১০ জুলাই, ২০২৪) বিকেল থেকে শুরু হওয়া প্রথম টেস্টে ১২ ওভার বল করে ৫ মেডেনসহ ৪৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজ ৪১.৪ ওভারে মাত্র ১২১ রানে অলআউট হয়েছে।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অ্যান্ডারসনও অবশ্য উইকেট পেয়েছেন। তিনি ১০.৪ ওভার বল করে ৩ মেডেনসহ ২৬ রান দিয়ে ১টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস ও বেন স্টোকস।

আরো পড়ুন:

টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৮৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর তাদের ইনিংসে ধ্বস নামে। এই রানেই তারা হারায় ৪টি উইকেট। এরপর ১০৬ রানে গিয়ে হারাও আরও দুটি উইকেট। শেষ পর্যন্ত ১২১ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। 

ব্যাট হাতে অভিষিক্ত মিকাইল লুইস ৪টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া কাভিম হজ ২৪, আলিক অ্যাথানেজ ২৩, আলজারি যোসেফ ১৭ ও গুদাকেশ মোতি অপরাজিত ১৪ রান করেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়