ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বমি করা নিয়ে মিথ্যা সংবাদ’-সমকালকে তাসকিনের নোটিশ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫২, ১২ জুলাই ২০২৪   আপডেট: ০০:৫৫, ১২ জুলাই ২০২৪
‘বমি করা নিয়ে মিথ্যা সংবাদ’-সমকালকে তাসকিনের নোটিশ 

জাতীয় দৈনিক পত্রিকা সমকালকে আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ।  তাসকিনের পক্ষে সুপ্রিম কোটের আইনজীবি জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব নোটিশটি পাঠান।

এই নোটিশের গ্রহীতা হিসেবে উল্লেখ করা হয় সম্পাদক আলমগীর হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ ও রিপোর্টার সেকান্দার আলীকে।

গত ৩ জুলাই ‘তাসকিনের ঘুম ও বমিকাণ্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে সমকাল। তাতে বলা হয় বিশেষ পানীয় (মদ্যজাত) পান করে তাসকিন ম্যাচের আগে বমি করেন।

এই তথ্যকে মিথ্যা দাবি করে নোটিশে বলা হয়েছে, নেপাল ম্যাচের আগে টিম বাসে করে পাহাড়ি পথ দিয়ে যাওয়ায় গতির কারণে বমি হয় তাসকিনের। এরপর বিসিবির মেডিকেল টিমের সহায়তায় তাসকিন সুস্থ হয়ে ওঠেন এবং ম্যাচের জন্য ফিট হিসেবে বিবেচিত হন।

নোটিশে আরও বলা হয়েছে, ৭ দিনের মধ্যে শর্তহীন ক্ষমা চেয়ে সত্য তুলে ধরে একটি সংবাদ প্রকাশ করতে হবে। ই-পেপার এবং অনলাইন থেকে পূর্বের সংবাদ সরিয়ে নিয়ে ক্ষমা চাওয়ার সংবাদটি প্রকাশ করার কথা বলা হয়েছে।

নোটিশে আরও জানানো হয়, ৭ দিনের মধ্যে ক্ষমা না চেয়ে সংবাদ প্রকাশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তাসকিন।

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়