ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

মুশফিক থেকে শচীন: অ্যান্ডারসনের বিদায়ে আপ্লুত সবাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১২ জুলাই ২০২৪   আপডেট: ২১:০১, ১২ জুলাই ২০২৪
মুশফিক থেকে শচীন: অ্যান্ডারসনের বিদায়ে আপ্লুত সবাই

২২ গজে ২১ বছর রাজত্বের পর অবশেষে বিদায় জানিয়েছেন জেমস অ্যান্ডারসন। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে পরিবার-সতীর্থ থেকে শুরু করে হাজার হাজার দর্শকের সামনে চোখের জলে বিদায় নেন এই পেসার। 

অ্যান্ডারসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামেন শেষ ম্যাচ। ক্রিকেটের অভিজাত সংস্করণে ১৮৮ ম্যাচ খেলে অ্যান্ডারসন নেন ৭০৪ উইকেট। ৩ বার নেন ১০ উইকেট। আর সমান ৩২ বার করে নেন ৫ উইকেট ও ৪ উইকেট। 

তার বিদায়ে আপ্লুত মুশফিকুর রহিম হতে শুরু করে কিংবদন্তী শচীন টেন্ডুলকার। পাঠকদের জন্য মুশফিক-শচীনদের প্রতিক্রিয়া তুলে ধরা হলো। 

মুশফিকুর রহিম:
দুর্দান্ত একটি ক্যারিয়ারের জন্য অভিনন্দন, জিমি অ্যান্ডারসন! আপনার অবসরের শুভকামনা করছি, আপনি একজন সত্যিকারের কিংবদন্তি। 

তাসকিন আহমেদ:
শুভ অবসর, জিমি অ্যান্ডারসন!
আপনার অবিশ্বাস্য এই ক্যারিয়ার খেলার প্রতি আবেগের প্রমাণ হিসেবে থাকবে। অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত এবং অনুপ্রেরণামূলক পারফরম্যান্সের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জীবনের এই নতুন অধ্যায়ে আপনাকে শুভেচ্ছা জানাই!

শচীন টেন্ডুলকার:
হাই, জিমি! 
ভক্তদের জন্য ২২ বছরের অবিশ্বাস্য বোলিং স্পেল সম্পন্ন করেছেন। বিদায়ের সময় একটি ছোট প্রত্যাশার কথা বলতে চাচ্ছি, অ্যাকশন, গতি, নির্ভুলতা, সুইং এবং ফিটনেসসহ আপনাকে বোলিং করতে দেখে বেশ আনন্দিত। আপনি পারফরম্যান্স করেই প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এবার আপনার জীবনের গুরুত্বপূর্ণ স্পেলটিকে সাজান। পরিবারের সঙ্গে বাকি দিনগুলোতে আপনি সুখী হন এবং সুস্বাস্থ্যসহকারে জীবনকে দারুণভাবে উপভোগ করুন।’

যুবরাজ সিং:
জেমস অ্যান্ডারসনের মতো একজন ক্রীড়াবিদ প্রতিদিন আসে না। বুট ঝুলিয়ে রাখলে বিশ্ব ক্রিকেট তার সেরা কারিগরদের একজনকে হারাবে!

নির্ভুলতা এবং নিছক কঠোর পরিশ্রমের সঙ্গে বলকে উভয় দিকে সুইং করার ক্ষমতা আপনাকে আমাদের সময়ের অন্যতম সেরা পেস বোলার হিসাবে আলাদা করেছে। 

আপনার দৌড়ানোর দৃশ্য, হাতে বল, সবাই খুব মিস করবে!

আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখার সঙ্গে সঙ্গে, আমি আপনাকে সেরা ছাড়া আর কিছুই বলতে পারবো না। আপনার সাথে মাঠ ভাগ করে নিতে পেরে আনন্দিত হয়েছি এবং ক্রিকেট অবশ্যই আপনার উপস্থিতি মিস করবে।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়