ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সব মিলিয়ে আমরা আবারও ব্যর্থ’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৮ জুলাই ২০২৪  
‘সব মিলিয়ে আমরা আবারও ব্যর্থ’

ব্যর্থতায় শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ। সেমিফাইনালে ভারতের কাছে তুলোধুনো হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যর্থ মিশন শেষে রোববার (২৮ জুলাই) দেশে ফেরে বাংলাদেশের মেয়েরা।

দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন। বিমানবন্দরে সাংবাদিকদের এই ক্রিকেটার বলেন, ‘সবকিছু মিলিয়ে হ্যাঁ, আমরা আবারও ব্যর্থ। আমরা অবশ্যই কাজ করব, আমাদের হাতে কিছু সময় আছে।’

আরো পড়ুন:

সেমিসহ এশিয়া কাপে বাংলাদেশ চার ম্যাচ খেলে। মালয়েশিয়া-থাইল্যান্ডের মতো ছোট দলের বিপক্ষে জয় পেলেও শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে পেরে ওঠেনি। ভারত তো এক প্রকার ছেলেখেলা করেছে। ১০ উইকেটে স্রেফ উড়িয়ে দিয়েছে।

কয়দিন পরেই ঘরের মাঠে নারী বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে জ্যোতিদের এমন অবস্থায় দুশ্চিন্তায় আছে টিম ম্যানেজমেন্টও। তবে জাহানারা বলছেন তারা এটি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করবেন।

‘ঘরের মাটিতে বিশ্বকাপ, সবার চাওয়া পাওয়া অনেক উপরে থাকবে এবং আমরা চেষ্টা করব আমাদের ভুলত্রুটিগুলো যেন আমরা ওভারকাম করে ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স করতে পারি, ব্যাটিং ইউনিট হিসেবে।’

‘আমার মনে হয় যে আমরা যদি ব্যাটিং ইউনিট হিসেবে একটু ভালো করতে পারি ইনশাল্লাহ ফল আমাদের দিকে আসবেই আসবে’ -আরও যোগ করেন জাহানারা।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়