ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক আসালঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ৩০ জুলাই ২০২৪  
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক আসালঙ্কা

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চারিথ আসালঙ্কাকে। আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে নির্বাচকরা আসালঙ্কাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানিন্দু হাসারাঙ্গা অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর আসালঙ্কাকে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছিল। তার নেতৃত্বেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল। এবার টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও শ্রীলঙ্কাকে নেতৃত্বে দিবেন।

গেল ডিসেম্বরে নির্বাচকরা কুসলকে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক করেছিল। যদিও কুসলের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপেও কিছু ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। কুসলের নেতৃত্বে অবশ্য ভালোই করছিল শ্রীলঙ্কা। অধিনায়ক রান পাচ্ছিলেন নিয়মিত। তাতে দলও পাচ্ছিল জয়। তার নেতৃত্বে ৮ ম্যাচ খেলে ৬টিতেই জিতেছিল লঙ্কানরা। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা পাঁচ জয় পেয়েছিল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে। কুসলের নেতৃত্বে এমন পারফরম্যান্সের পরও তাকে কেন ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সেটার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না ক্রিকেটবোদ্ধারা।

অবশ্য ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় আসালঙ্কা। ৫২ ইনিংসে তার গড় ৪৩.৫৯। আর স্ট্রাইক রেট ৯০।

ভারত বনাম ওডিআইয়ের জন্য শ্রীলঙ্কা স্কোয়াড:
চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুষ্কা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, দিলশান মদুশঙ্ক, মাথিশা পাথিরানা ও আসিথা ফার্নান্দো।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়