ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শূন্য হাতে প্যারিস থেকে বিদায় আর্চার সাগরের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৩১ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৫১, ৩১ জুলাই ২০২৪
শূন্য হাতে প্যারিস থেকে বিদায় আর্চার সাগরের

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের সম্ভাবনাময় ইভেন্ট ছিলো আর্চারি। তবে তীর-ধনুক হাতে হতাশই করলেন আর্চার সাগর ইসলাম। আর্চারিতে প্রথম রাউন্ডে সরাসরি সেটে বাদ পড়েছেন সাগর। ইতালির মাউরো নেসপলির বিপক্ষে দাঁড়াতেই পারেননি সাগর। হেরেছেন ৬-০ পয়েন্টের ব্যবধানে।

এবারের আসরে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন সাগর। তাই তাকে ঘিরে আশাও ছিল আকাশচুম্বী। তবে পরীক্ষার মঞ্চে ফেল করলেন এই তরুণ। ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে সাগরকে হারিয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রুপা জেতা নেসপলি।

আরো পড়ুন:

আজ বুধবার (৩১ জুলাই) ম্যাচের শুরু থেকেই সাগরকে নার্ভাস লাগছিল। সেটা টের পাপ্যা গেল প্রথম অ্যারোতে। সেই যে নড়বড়ে শুরু, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি। প্রথম অ্যারোতে সাগর তোলেন ৮। তার পরের দুইটা অ্যারোতে ৯ ও ১০ স্কোর করলেও নেসপোলি প্রথম সেটের তিনটা অ্যারোতেই ১০ মেরে ৩০-২৭ স্কোরে সেটটা জিতে নেন।

দ্বিতীয় সেটের শুরুটা আরও খারাপ হয় সাগরের। প্রথম অ্যারোতে তিনি মাত্র ৭ স্কোর করেন। তবে এ সেটটাতেই যা একটু লড়াই জমাতে সক্ষম হন বাংলাদেশী আর্চার। পরের দুই অ্যারোতে সাগরের স্কোর ১০ ও ৯। ওদিকে প্রথম দুই অ্যারোতে ৮ ও ৯ স্কোর করা নেসপোলির জিততে শেষ অ্যারোতে সরকার পড়ে ১০। তিনি ‘বুলস আই’ বা ‘পারফেক্ট টেন’ মেরে ২৭-২৬ স্কোরে সেটটা বাগিয়ে নেন।

আর সবশেষ সেটে সাগরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিন অ্যারো থেকে এই তরুণ যথাক্রমে ৮, ৯ ও ৮ মেরে তোলেন মাত্র ২৫ স্কোর। নেসপোলি ৯, ৯ ও ১০ মেরে ২৮ পয়েন্ট তুলে সহজেই সেটটা জিতে নিয়ে চলে যান রাউন্ড অব থার্টি টু বা সেরা বত্রিশজনের দলে। সাগর বিদায় নেন শূন্য হাতে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়