ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোপার সেরা দলে আর্জেন্টিনার পাঁচ, ব্রাজিলের এক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১০:১৬, ২ আগস্ট ২০২৪
কোপার সেরা দলে আর্জেন্টিনার পাঁচ, ব্রাজিলের এক

কোপা আমেরিকার সবশেষ আসরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আসরের সেরা দলেও তাই আর্জেন্টাইনদের ছড়াছড়ি। লিওনেল মেসির দল থেকে জায়গা পেয়েছেন পাঁচজন, বিপরীতে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আছেন মাত্র একজন।  

গত ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলে কোপা আমেরিকার ৪৮তম আসর। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়া এই আসরে অংশ নেয় ১৬টি দল। ৩২ ম্যাচের টুর্নামেন্টে ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে রেকর্ড ষোড়শবার মহাদেশসেরার ট্রফি জেতে আর্জেন্টিনা।

আরো পড়ুন:

ফাইনালের দুই সপ্তাহ পর টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে কোপা আমেরিকা। এতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাঁচজনের পাশাপাশি রানার্সআপ কলম্বিয়ার রয়েছেন দুজন। এ ছাড়া ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের আছেন একজন করে।

২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশের গোলকিপার হিসেবে জায়গা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন এমি। টুর্নামেন্টসেরা গোলকিপারের স্বীকৃতিও পেয়েছেন তিনি।

চারজন খেলোয়াড় দিয়ে সাজানো রক্ষণে আছেন চার দলের চার তারকা।তারা হলেন- কলম্বিয়ার ডেভিনসন সানচেজ, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি, কানাডার অ্যালিস্টার জনস্টন ও আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো।

মাঝমাঠের খেলোয়াড় হিসেবে আছেন তিন দলের তিনজন- কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, উরুগুয়ের মানুয়েল উগার্তে ও আর্জেন্টিনার রদ্রিগো ডি পল। তাদের মধ্যে রদ্রিগেজ ১ গোল ও ৬ অ্যাসিস্ট করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন। 

আক্রমণভাগে তিনজনের মধ্যে লিওনেল মেসি থাকছেন সেটা নিশ্চিতই ছিল। আর্জেন্টিনার বাকি একজন হিসেবে আছেন আসরের গোল্ডেন বুট জেতা লাওতারো মার্টিনেজ। মেসি গোল করেছেন একটি, লাওতারোর গোল ৫টি। আক্রমণে একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে আছেন রাফিনিয়া।

কোপা আমেরিকার একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), ডেভিনসন সানচেজ (কলম্বিয়া), পিয়েরো হিনকাপি (ইকুয়েডর)
মিডফিল্ডার: জেমস রদ্রিগেজ (কলম্বিয়া), মানুয়েল উগার্তে (উরুগুয়ে), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)
ফরোয়ার্ড: রাফিনিয়া (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও লাওতারো মার্টিনেজ(আর্জেন্টিনা)। 

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়