বিসিসিআইয়ের নতুন ক্রিকেট একাডেমিতে ৩ মাঠ ও ৪৫ উইকেট
দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সেক্রেটারি জয় শাহ শনিবার দেশটির নতুন জাতীয় ক্রিকেট একাডেমির কয়েকটি ছবি পোস্ট করেছেন। এরপর রীতিমত হইচই লেগে গেছে ক্রিকেট বিশ্বে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারত। তাদের জাতীয় ক্রিকেট একাডেমিও হওয়া চাই সেরকম।
বেঙ্গালুরুতে ভারত যেসব সুযোগ-সুবিধা রেখেছে তা রীতিমত বিস্ময়কর। একাডেমির ভেতরেই তিনটি বিশ্বমানের খেলার মাঠ রয়েছে। ফ্ল্যাডলাইট থাকায় দিনে-রাতে ২৪ ঘণ্টা অনুশীলন ও ম্যাচ খেলা যাবে। রয়েছে আলাদা করে ইনডোর ও আউটডোর গ্রাউন্ড। যেখানে সব মিলিয়ে উইকেট আছে ৪৫টি। আউটডোর ফিল্ডেও দেওয়া হয়েছে ফ্ল্যাডলাইট। এছাড়া চোটে পড়া ক্রিকেটারদের সারাতে যেসব মেডিকেল সুযোগ-সুবিধা রাখা হয়েছে তাকে রীতিমত হাসপাতাল বললেও কম হবে।
জয় শাহ এক্স-এ লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিসিসিআইয়ের নতুন ক্রিকেট একাডেমি প্রায় প্রস্তুত। কিছুদিনের মধ্যেই বেঙ্গালুরুতে তার কার্যক্রম শুরু হবে। নতুন এই জাতীয় ক্রিকেট একাডেমিতে তিনটি বিশ্বমানের মাঠ রয়েছে। রয়েছে ৪৫টি উইকেট। ইনডোরের সঙ্গে আলাদা উইকেট। অলিম্পিকের সমান সুইমিংপুল রয়েছে। সঙ্গে স্টেট অব দ্য আর্ট ট্রেনিং। পুর্নবাসন প্রক্রিয়া এবং স্পোর্টস সাইন্স সুযোগ-সুবিধাও রয়েছে এখানে।’
২০২২ সালে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহ ঘোষণা দিয়েছিলেন বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে জাতীয় ক্রিকেট একাডেমি গড়ে তোলা হবে। বেঙ্গালুরুতে একটি একাডেমি চালু আছে। যে একাডেমি পরিচালনা করছেন ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ২০০০ সালে এই একাডেমিটি প্রতিষ্ঠিত হয়েছিল। এম চিন্বাসামি স্টেডিয়ামের কাছে রয়েছে একাডেমিটি। শুধু বেঙ্গালুরুতেই নয় জম্মু অ্যান্ড কাশ্মিরে বিসিসিআই আরেকটি একাডেমি চালুর সিদ্ধান্ত নিয়েছে।
ইয়াসিন/আমিনুল