ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার রোহিতকেও বোলার বানালেন গম্ভীর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ৪ আগস্ট ২০২৪  
এবার রোহিতকেও বোলার বানালেন গম্ভীর

দায়িত্ব নেওয়ার পর থেকেই পার্টটাইম বোলার খুঁজছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। সে লক্ষ্যে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রিংকু সিং ও সূর্যকুমার যাদবকে দিয়েও বল করিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রোহিত শর্মা। আজ রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল করেন রোহিত। ২ ওভারে ১১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

অবশ্য বোলিংয়ে নতুন নন রোহিত। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিং করেছিলেন তিনি। শুধু তাই নয়, আইপিএলে বোলিং করে হ্যাটট্রিক করারও রেকর্ড রয়েছে তার। এক দশক আগে বেশ কার্যকরী বোলার ছিলেন তিনি। কিন্তু কাঁধের ইনজুরির কারণে বোলিংটা নিয়মিত করা হয়নি তার।

আরো পড়ুন:

ওয়ানডেতে এ পর্যন্ত ৪০ ইনিংসে ১০.১৪ ওভার বোলিং করে ৯ উইকেট নিয়েছেন তিনি। ইকোনোমি ৫.২৪। স্ট্রাইক রেট ৬৭.৬৭। গড় ৫৯.২২। সেরা বোলিং ফিগার ২৭ রানের বিনিময়ে ২ উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়