ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

আবারও বাতিল হলো শান্তদের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৪ আগস্ট ২০২৪  
আবারও বাতিল হলো শান্তদের অনুশীলন

অসহোযোগ আন্দোলনে উত্তাল দেশ। জারি করা হয়েছে কারফিউ। ঘোষণা করা হয়েছে তিন দিনের সাধারণ ছুটি। তারই ধারবাহিকতায় আরও একদিন বন্ধ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। শনিবার থেকে পাকিস্তান সিরিজের অনুশীলন শুরু হয়েছে। একদিন অনুশীলনের পর পরিস্থিতি বিবেচনায় রোববারেরটি বাতিল করা হয়। এবার আগামীকাল সোমবারও (৪ আগস্ট) অনুশীলন বাতিলের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ। 

রাইজিংবিডিকে মিডিয়া বিভাগ থেকে বলা হয়, ‘রোববারের মতো সোমবারও অনুশীলন বাতিল করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

১৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে ক্রিকেটারদের ঢাকা ত্যাগের কথা রয়েছে। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ও ৩০ আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে চান্ডিকা হাথুরুসিংহেসহ সকল কোচিং স্টাফ ঢাকায় ফিরেছেন। শনিবার ভোরে ফিটনেস টেস্ট হয় ক্রিকেটারদের।

এরপর থেকে অনুশীলনের কথা থাকলেও বৃষ্টির কারণে হয়নি। জিম সেশন করে সময় কাটান ক্রিকেটাররা।

এর আগে বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলতে গিয়েছিল ২০২০ সালে। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে বাংলাদেশের সাফল্য একমাত্র একটি ড্র। ২০১৫ সালে খুলনায় ওই টেস্ট ড্র হয়েছিল।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়