ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৪

ক্যারম, দাবা ও লুডুর প্রথম রাউন্ড অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৫ নভেম্বর ২০২৪  
ক্যারম, দাবা ও লুডুর প্রথম রাউন্ড অনুষ্ঠিত

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজনে চলছে ‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৪’।

আজ মঙ্গলবার (০৫ নভেম্বর, ২০২৪) বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে পুরুষদের ক্যারম ও দাবার প্রথম রাউন্ড এবং নারীদের লুডুর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

ক্যারমের প্রথম রাউন্ডে মেহেদী জামান ও সুমন শেখ জুটি মুখোমুখি হয় মঈন উদ্দিন মঈন ও নবী উল্লাহ নবী জুটির। জয় পায় মেহেদী জামান ও সুমন শেখ জুটি।

দাবার প্রথম রাউন্ডের প্রতিযোগিতায় গোলাম বারী ইউনুস বনাম কামরুল ইসলাম রতনের মধ্যকার খেলায় গোলাম বারী ইউনুস জয় পান। আবির আব্দুল্লাহ বনাম সালাউদ্দিন ভুলু মধ্যকার খেলায় আবির আব্দুল্লাহ বিজয়ী হন।

এদিকে প্রথম রাউন্ডের লুডু (নারী) প্রতিযোগিতায় দীপা ঘোষ বনাম উম্মে সালমা লাভলী মধ্যকার খেলায় উম্মে সালমা লাভলী জয় পান।

এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ৫টি ইভেন্ট রয়েছে। সেগুলো হলো- দাবা, শ্যুটিং, ক্যারাম (একক), ম্যারাথন ও টেনিস বল নিক্ষেপ। নারী সদস্যদের জন্য রয়েছে একটি ইভেন্ট এবং সেটি হলো লুডু খেলা। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে পুরস্কার প্রদান করা হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়