ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

বিপিজেএ-ওয়ালটন ক্রীড়া উৎসব-২০২৪

ক্যারম, দাবা ও লুডুর প্রথম রাউন্ডে আরও জয় পেয়েছেন যারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৩৫, ৬ নভেম্বর ২০২৪
ক্যারম, দাবা ও লুডুর প্রথম রাউন্ডে আরও জয় পেয়েছেন যারা

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজনে চলছে ‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৪’।

আজ বুধবার (০৬ নভেম্বর, ২০২৪) বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে পুরুষদের ক্যারম ও দাবার প্রথম রাউন্ড এবং নারীদের লুডুর প্রথম রাউন্ডের আরও বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়।

ক্যারম দ্বৈতের প্রথম রাউন্ডের ম্যাচে ইকবাল হাসান নান্টু ও খোকন সিকদার জুটি লড়াই করে শেখ হাসান ও আতিকুর রহমান জনি জুটির বিপক্ষে। সেখানে বিজয়ী হয় শেখ হাসান ও আতিকুর রহমান জনি জুটি। অপর ম্যাচে রিয়াজ আহমেদ সুমন ও সাজ্জাদ নয়ন জুটি খেলে সালাউদ্দিন আহমেদ ভুলু ও রফিকুল ইসলাম জুটির বিপক্ষে। যেখানে বিজয়ী হয় সালাউদ্দিন আহমেদ ভুলু ও রফিকুল ইসলাম জুটি।

আরো পড়ুন:

প্রথম রাউন্ডের দাবা প্রতিযোগিতায় আজ আমিনুল ইসলাম শাহীন ও খোকন সিকদার মধ্যকার খেলায় খোকন সিকদার জয় পান। জীবন আমীর ও নবী উল ইসলাম নয়ন মধ্যকার খেলায় নবী উল ইসলাম নয়ন বিজয়ী হন।

এদিকে প্রথম রাউন্ডের লুডু (নারী) প্রতিযোগিতায় জেসমিন জুঁই ও সুরভী আক্তার রিয়ার মধ্যকার খেলায় জেসমিন জুঁই বিজয়ী হন।

এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ৫টি ইভেন্ট রয়েছে। সেগুলো হলো- দাবা, শ্যুটিং, ক্যারাম (একক), ম্যারাথন ও টেনিস বল নিক্ষেপ। নারী সদস্যদের জন্য রয়েছে একটি ইভেন্ট এবং সেটি হলো লুডু খেলা। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে পুরস্কার প্রদান করা হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়