ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিরলেন রাসেল, পুরান ও হেটমায়ার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৩, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:১৭, ৯ নভেম্বর ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিরলেন রাসেল, পুরান ও হেটমায়ার

রোববার থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ সময় আজ শুক্রবার (০৮ নভেম্বর) রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে আকিল হোসেন, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেলকে। গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে ছিলেন না তারা। যদিও হেটমায়ারকে ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজে খেলানো হয়েছিল।

তবে দলে রাখা হয়নি আলিক অ্যাথানেজ, আন্দ্রে ফ্লেচার, ফাবিয়ান আলেন ও শামার স্প্রিংজারকে। তবে অনঅভিষিক্ত টেরেন্স হিন্ডস তার জায়গা ধরে রেখেছেন। মাঠ ছেড়ে উঠে গিয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া আলজারি জোসেফের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ম্যাথিউ ফোর্ড। ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডেতে পেশিতে টান খেয়ে মাঠ ছাড়া রোমারিও শেফার্ডকেও রাখা হয়েছে দলে।

দল ঘোষণার পর হেড কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি দলটা বেশ স্থায়ী ও অধিষ্ঠিত। খেলোয়াড়দের অনেক অভিজ্ঞতা রয়েছে। তবে চ্যালেঞ্জটা হবে একাদশ বাছাই করার ক্ষেত্রে। যেখানে প্রত্যেকটা খেলোয়াড়ই একাদশে জায়গা পাওয়ার যোগ্য। যদিও আমরা খুবই ভালো একটি দলের (ইংল্যান্ড) বিপক্ষে খেলতে যাচ্ছি। তবে আমি আত্মবিশ্বাসী নির্বাচিত দলটি তাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলবে এবং জিতবে। সবশেষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজটিও জিতবে।’

আরো পড়ুন:

রোববার প্রথম, সোমবার দ্বিতীয়, ১৫ নভেম্বর তৃতীয়, ১৭ নভেম্বর চতুর্থ ও ১৮ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হিন্ডস, শেই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়