ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যারিয়ার সেরা রেটিংয়ে এক বছর পর শীর্ষে আফ্রিদি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১৩ নভেম্বর ২০২৪  
ক্যারিয়ার সেরা রেটিংয়ে এক বছর পর শীর্ষে আফ্রিদি

আইসিসি আজ বুধবার (১৩ নভেম্বর) ওয়ানডে বোলারদের সবশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে। সেখানে একধাপ উন্নতি করে শীর্ষে অবস্থান নিয়েছেন পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি। এক বছরেরও বেশি সময় পর শীর্ষে ফিরলেন তিনি। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালিন শীর্ষে উঠেছিলেন তিনি।

ক্যারিয়ার সেরা ৬৯৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন শাহীন। ৬৮৭ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের রশিদ খান যথারীতি আছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ ৬৭৪ রেটিং নিয়ে নেমে গেছেন তৃতীয় স্থানে। আর ভারতের কুলদীপ যাদব ৬৬৫ রেটিং নিয়ে একধাপ পিছিয়ে নেমে গেছেন চতুর্থ স্থানে।

আরো পড়ুন:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সের কারণেই শীর্ষে ফিরেছেন শাহীন। তিন ম্যাচে তিনি ১২.৬২ গড়ে নিয়েছিলেন ৮ উইকেট। তাতেই কেশভ ও রশিদকে পেছনে ফেলে শীর্ষে উঠে যান।

শাহীনের সতীর্থ হারিস রউফ ১৪ ধাপ উন্নতি করে ১৩তম স্থানে অবস্থান নিয়েছেন। যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজে ১০ উইকেট নিয়েছিলেন। হয়েছিলেন সিরিজ সেরা। নাসিম শাহও ১৪ ধাপ উন্নতি করেছেন। তিনি বর্তমানে আছেন ৫৫তম স্থানে।

অন্যদিকে বাবর আজম আছেন ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে। সব মিলিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে সময়টা ভালোই যাচ্ছে পাকিস্তান ও তাদের খেলোয়াড়দের।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়