ঢাকা     রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৮, ১২ নভেম্বর ২০২৪
র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে র‌্যাংকিংয়ে প্রভাব পড়ল বাংলাদেশের। আইসিসি ওয়ানডে দলের র‌্যাংকিংয়ে নয়ে নেমে গেল বাংলাদেশ। অন্যদিকে সিরিজ জেতায় বাংলাদেশকে টপকে আফগানিস্তানের অবস্থান এখন আট নম্বরে।

শারজায় সিরিজ শুরুর আগে আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশ আট নম্বরে ও আফগানিস্তান নয় নম্বরে ছিল। দুই দলের রেটিং পয়েন্ট ছিল যথাক্রমে ৮৬ ও ৮৪। তিন ম্যাচ সিরিজের পর দুই দলের পয়েন্ট এখন ৮৫। ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশের অবস্থান এখন নয়ে। 

আফগানিস্তান সবশেষ তিনটি ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কার পেল। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তারা আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতেছিল। টানা তিন সিরিজ জিতে ছয় মাসের ব্যবধানে ৬ পয়েন্ট নিশ্চিত করে বাংলাদেশকে টপকে গেছে তারা। 

আরো পড়ুন:

বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। বাংলাদেশের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই দলের রেটিং পয়েন্টের ব্যবধান ১০।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।

ওয়ানডে ক্রিকেট নিয়ে সব সময়ই গর্ব করে আসছে বাংলাদেশ। বিশেষ করে ২০১৫ পরবর্তী সময়ে বাংলাদেশ এই ফরম্যাটে দারুণ এবং ধারাবাহিক পারফর্ম করে আসছিল। কিন্তু নিকট অতীতের পারফরম‌্যান্সের অধারাবাহিকতায় র‌্যাংকিংয়েও বড় প্রভাব পড়ল।

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়