ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজিজুলের সেঞ্চুরিতে সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাঁচাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:০৬, ৯ নভেম্বর ২০২৫
আজিজুলের সেঞ্চুরিতে সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাঁচাল বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে আফগানিস্তান ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। বাংলাদেশ জিতলে সিরিজে সমতা ফিরবে। হারলেই সিরিজ হাতছাড়া।

এমন সমীকরণে মাঠে নেমে বোলাররা আফগানিস্তানকে ২০৮ রানে আটকে রেখে নিজেদের কাজটা করে রাখলেন। কিন্তু সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটসম্যানরা ভুগলেন। রান পেতে বেগ পেতে হচ্ছিল তাদেরকে।

আরো পড়ুন:

দেয়াল হয়ে দাঁড়িয়ে এক প্রান্ত আগলে রাখলেন অধিনায়ক আজিজুল। দৃঢ়চেতা ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দেন। তাতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচ শেষ মুহূর্তে জেতে বাংলাদেশ সিরিজ পরাজয় এড়িয়েছে। ৪৫.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ২ উইকেট হাতে রেখে।

ম্যাচ জয়ের নায়ক আজিজুল ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০০ রান করেন। জয়ের থেকে ২ রান দূরে থাকতে মিড অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ত্রিশের ঘর পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন রিজান হোসেন। এছাড়া ফরিদ হাসান ফয়সাল ২৩ রান করেন। শেষ দিকে শাহরিয়ার আল আমিনের ১৭ রানে জয়ের কাজটা সহজ হয়ে যায়। তার আগে ৩ বাউন্ডারিতে আজিজুল আত্মবিশ্বাস পান সেঞ্চুরির। নব্বইয়ের ঘরে ঢুকে প্রথমে কাভারের ওপর দিয়ে চার হাঁকান তিনি। পরের বল পুল করে মিড উইকেট দিয়ে উড়ান ছক্কা। দুজনের অষ্টম উইকেটে ৩৫ বলে ৪৬ রানের জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে আফগানিস্তানের ইনিংসে একমাত্র ফিফটি ছোঁয়া ইনিংস খেলেছেন ওসমান সাদাত। ১০৬ বলে ৭ বাউন্ডারিতে ৬৮ রান করেন। এছাড়া মাববুব খান ৪০, উজাইরুল্লাহ নিয়াজাইয়ের ব্যাট থেকে আসে ৩২ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সাইমুন বশির রাতুল ২টি এবং ১টি করে উইকেট নেন সাদ, শাহরিয়া ও শাহরিয়ার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়