ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ ম্যাচে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৫ অক্টোবর ২০২৫   আপডেট: ০০:৩৭, ৬ অক্টোবর ২০২৫
শেষ ম্যাচে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। আজ রবিবার (০৫ অক্টোবর) রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আফগানরা ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রান করে।

ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৮ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে বসেছিল আফগানরা। সেখান থেকে দারবিশ রাসুলি ও মুজিব উর রহমানের ব্যাটে আফগানিস্তানের রান ১৪৩ পর্যন্ত যায়। রাসুলি ২ চার ও ১ ছক্কায় ৩২ রান করে আউট হন। আর মুজিব ১৮ বলে ৪টি চারে অপরাজিত থাকেন ২৩ রানে। এই দুইজনের বাইরে ওয়ান ডাউনে নামা সেদিকুল্লাহ অটল ১ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান। এছাড়া রহমানুল্লাহ গুরবাজ ১২, রশিদ খান ১২ ও ওয়াফিউল্লাহ তারাখিল করেন ১১ রান।

আরো পড়ুন:

বল হাতে বাংলাদেশের সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাসুম ও তানজিম হাসান দুজনেই ৪ ওভারে ২৪টি করে রান দিয়ে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন।

তিন ম্যাচ টি-টোয়েন্টির দুটি জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ফিল সিমন্সের শিষ্যরা। আজ জিতলে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করবে তারা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়