ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হ্যাটট্রিকসহ ৭ উইকেট সুমনের, বিব্রতকর রেকর্ড রাজশাহীর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৮, ২৩ নভেম্বর ২০২৪
হ্যাটট্রিকসহ ৭ উইকেট সুমনের, বিব্রতকর রেকর্ড রাজশাহীর

রাজশাহীর ব্যাটার আসাদুজ্জামান যেন সুমনের বলের গতিমতি কিছুই বুঝে উঠতে পারলেন না। মিডল স্টাম্পের বলটা ডিফেন্স করতেও যেন ভুলে গেলেন। ছেড়ে দিতেই সেটা আঘাত করলো প্যাডে, প্রতিপক্ষের জোরালো আবেদন। আঙ্গুল তুলে দিলেন আম্পায়ার। ব্যস, হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠলেন ঢাকা বিভাগের পেসার সুমন খান।

জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর বিপক্ষে হ্যাটট্রিক করার মধ্যে দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন সুমন। ২৪ বছর বয়সী পেসারের হ্যাটট্রিকে বিব্রতকর রেকর্ডের সঙ্গী হলো রাজশাহী। সুমনের বোলিং তোপে ৪২ রানে গুটিয়ে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন দলীয় স্কোর গড়লো তারা।

আরো পড়ুন:

গত মৌসুমের জাতীয় লিগে খুলনার বিপক্ষে বরিশালের ৪৬ রান এত দিন ছিল সর্বনিম্ন দলীয় স্কোর। এছাড়া ২০১৪ সালে জাতীয় লিগের ম্যাচে রংপুরের বিপক্ষে ৪৮ রানে অলআউট হয়েছিল ঢাকা মেট্রো।

শনিবার (২৩ নভেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে সুমনের তোপে একের পর উইকেট হারাতে থাকে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন এসএম মেহেরব হোসেন। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু সাব্বির রহমান (১০)। বাকিদের ইনিংস মোবাইল ডিজিটের ঘরে আটকে যায়।

সব মিলিয়ে ৭.৫ ওভার বল করে ১৮ রানে ৭ উইকেট শিকার করেন সুমন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং। এর আগে গত রাউন্ডে খুলনার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট ছিল সেরা। এ নিয়ে ছয়বার ইনিংসে ৫ বা এর বেশি উইকেট নিলেন তিনি।

সুমনের এই হ্যাটট্রিক দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া ১৪ জনের মধ্যে ইলিয়াস সানি ও সোহাগ গাজীর আছে আবার দুটি করে হ্যাটট্রিক।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়