ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম দিনটি বোলারদের, সুমনের ৬ ও ফাহাদের ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ১৬ নভেম্বর ২০২৪  
প্রথম দিনটি বোলারদের, সুমনের ৬ ও ফাহাদের ৫ উইকেট

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনটি বোলাররা নিজেদের করে নিলেন। তিন মাঠেই বোলাররা গুটিয়ে দিয়েছে প্রতিপক্ষ দলকে। আরেক মাঠেও দাপট দেখিয়েছেন তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনেই পড়েছে ১৮ উইকেট। রাজশাহী আগে ব্যাটিংয়ে নেমে ১১২ রানে অলআউট। চট্টগ্রাম জবাব দিতে নেমে ৮ উইকেটে করেছে ১৭৩ রান। মিরপুর শের-ই-বাংলায় একই অবস্থা। খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচে ১৩ উইকেট গেল। খুলনা ১৭২ রানে অলআউট হয়। জবাবে ঢাকা বিভাগ ৩ উইকেটে ৫৮ রান তুলে দিন শেষ করে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রো আগে ব্যাটিংয়ে নেমে ১৩০ রানে অলআউট হয়। জবাবে সিলেট ২ উইকেটে ১৩৭ রান তুলে দিন শেষ করে।

আরো পড়ুন:

রাজশাহীতে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামেও বোলারদের দাপট ছিল। বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রংপুর বিভাগ ৭ উইকেট তুলে নিয়েছে। স্কোরবোর্ডে বরিশালের সংগ্রহ কেবল ২৬৬ রান। ওপেনিংয়ে ইফতি ৭০, মিডল অর্ডারে সালমান হোসেন ইমন ৬৭ রান করেন। এছাড়া তাসামুল ৫১ ও সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ৩৫ রান।

বোলারদের নৈপূণ্যের দিনে সেরা ছিলেন ঢাকা বিভাগের সুমন খান। ১৭.৪ ওভারে ৫০ রানে ৬ উইকেট নেন তিনি। এছাড়া ফাইফারের স্বাদ পেয়েছেন চট্টগ্রামের মিডিয়াম পেসার ফাহাদ হোসেন। ৩১ রানে ৫ উইকেট নেন তিনি।  

ব্যাটিংয়ে আজ তেমন কেউই আলো কাড়তে পারেননি। মিরপুরে মিথুন ৬৯, সিলেটে অমিত হাসান ৫১*, চট্টগ্রামে সাদিকুর ৫৪ রান করেছেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়