ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইমনের সেঞ্চুরির দিনে রানা-এনামুল-রাজার ফাইফার, ঢাকার জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২৪ নভেম্বর ২০২৪  
ইমনের সেঞ্চুরির দিনে রানা-এনামুল-রাজার ফাইফার, ঢাকার জয়

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে দ্বিতীয় দিনেই জয় তুলে নিয়েছে ঢাকা বিভাগ। রাজশাহী বিভাগকে এক ইনিংস ও ১১ রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ। এদিকে দ্বিতীয় দিন পারভেজ হোসেন ইমন তুলে নিয়েছেন সেঞ্চুরি।

পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন তিন পেসার মেহেদী ইসলাম রানা, এনামুল হক ও রেজাউর রহমান রাজা। ডাবল সেঞ্চুরির দারুণ সুযোগ হাতছাড়া করেছেন ঢাকা মেট্রোর ওপেনার নাঈম শেখ। ১৮০ রানে থেমে যান বাঁহাতি ওপেনার। 

আরো পড়ুন:

বগুড়ায় রাজশাহীকে চাপে রেখেছিল ঢাকা। প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে গুটিয়ে যাওয়া রাজশাহীর দ্বিতীয় ইনিংসেও একই হাল। এবার করতে পারে মাত্র ১২৮ রান। ৭ উইকেট নিয়ে সুমন খান প্রথম ইনিংসে ধস নামিয়েছিলেন। এবার সেই কাজটা করেন আরেক পেসার এনামুল হক। ১২ ওভারে ২ মেডেনে ৫৪ রানে তার শিকার ৫ উইকেট। ৩ উইকেট নেন রিপন মণ্ডল। সুমন ৮ ওভার হাত ঘুরালেও পাননি উইকেট। তবে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার তিনিই পেয়েছেন।

সিলেটের একাডেমি মাঠে সেঞ্চুরি পেয়েছেন ইমন। আগের রাউন্ডে মিস করলেও এবার বাঁহাতি ওপেনার ১০৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। তবে তার দল খুব একটা ভালো করেনি। ২২০ রানে গুটিয়ে যায় খুলনার বিপক্ষে। যদিও তারা ১৬ রানের লিড পায়। বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ৬৫ রানে পেয়েছেন ৫ উইকেট। আরেক পেসার মাসুম খান টুটুলের শিকার ৪ উইকেট। ইমন বাদে চট্টগ্রামের হয়ে তেমন কেউ ভালো করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ইরফান শুক্কুর। পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে খুলনা ১ উইকেটে ৫৬ রান তুলে দিন শেষ করেছে। ৩৭ রানে অপরাজিত আছেন এনামুল হক বিজয়। সিলেটের মূল মাঠে বরিশালের করা ৩০৪ রানের জবাব দিচ্ছে সিলেট। ৬ উইকেটে ২১৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ৮৭ রানে পিছিয়ে তারা। ফিফটি পেয়েছেন মুবিন খান দিশান (৫৩), অমিত হাসান (৫৬) ও নাসুম আহমেদ (৫৩)।

১৫৩ রানে নাঈম শেখ আজ খেলা শুরু করেছিলেন। ডাবল সেঞ্চুরির পথে এগিয়েও যাচ্ছিলেন।  কিন্তু ২০ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। ২৮৫ বলে ২০ চার ও ১ ছক্কায় ১৮০ রান করেন নাঈম। মার্শাল করেন ৬১ রান। এছাড়া আল-আমিন জুনিয়রের ব্যাট থেকে আসে ৪৪ রান। সব মিলিয়ে ঢাকা মেট্রো করে ৪৭৫ রান। ঢাকা মেট্রোর সবকটি উইকেট নিতে রংপুর উইকেট কিপার বাদে ১০ বোলারকে ব্যবহার করেছে। যা প্রথম শ্রেণির ক্রিকেটে বিরল। সবশেষ বোলার আরিফুল ১৯.৩ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা।

জবাব দিতে নেমে রংপুর ২ উইকেটে ৩২ রানে দিন শেষ করে। রানের খাতা খোলার আগে প্রথম ওভারে আউট হন খালিদ হাসান ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। আব্দুল্লাহ আল মামুন ৬ ও নাঈম ইসলাম ১৬ রানে অপরাজিত আছেন। এখনও তারা ৪৪৩ রানে পিছিয়ে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়