ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কোয়াডে ব্যাটিং শক্তি বাড়াল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:২৯, ২৮ নভেম্বর ২০২৪
স্কোয়াডে ব্যাটিং শক্তি বাড়াল বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ। স্কোরবোর্ডে ওই রান পেয়েও সন্তুষ্ট হতে পারেনি দল। দলের লক্ষ্য ছিল তিন’শ রান করার। সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বলে দ্বিতীয় ওয়ানডের আগে স্কোয়াডে ব্যাটিং শক্তি বাড়িয়েছে স্বাগতিকরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিলারা আক্তারকে। দুই বছর পর ওয়ানডেতে দলে ফিরেছেন দিলারা। তাকে স্ট্যান্ডবাই করে আগে রেখেছিল বিসিবি। প্রথম ওয়ানডের পরপরই তাকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়।

আরো পড়ুন:

দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন রাইজিংবিডিকে জানিয়েছেন, টপ অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতেই দিলারাকে যুক্ত করেছে দল। সাজ্জাদ আহমেদ বলেন, ‘‘আমরা টপ অর্ডার থেকে আরও বেশি রান প্রত্যাশা করছি। যারা আছে তারা অবশ্যই ক্যাপাবল। সে কারণেই তারা আছে। দিলারাকে নেওয়ার কারণ আরেকজন ব্যাটসম্যানের প্রয়োজন পড়তে পারে। সঙ্গে একজন বাড়তি উইকেটরক্ষকও পাওয়া গেল। আশা করছি নতুন কম্বিনেশন অবশ্যই দারুণ কিছু হবে।’’ 

দিলারা এর আগে জাতীয় দলের জার্সিতে কেবল এক ম্যাচ খেলেছেন। ২০২২ সালে নিউ জিল্যান্ডে অভিষেকে ১৮ বলে ৮ রান করেন। দ্বিতীয় ম্যাচে তার ওপর আর ভরসা রাখেননি নির্বাচকরা। এরপর একদিনের ক্রিকেটে তাকে আর বিবেচনায় আনা হয়নি। তাকে দলে ফেরাতে ঢাকা লিগের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে। রান সংগ্রাহকের তালিকায় তিনে ছিলেন আবাহনীর হয়ে খেলা দিলারা। ৯ ইনিংসে ৪৭.৫৬ গড়ে করেছিলেন ৪২৮ রান। স্ট্রাইকরেট এবং বাউন্ডারির পরিসংখ্যান ছিল দেখার মতো। ১৩৮.০৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। আসরে ৪২ চার ও ২৫টি ছক্কা হাঁকান। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার ও দিলারা আক্তার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়