ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার সর্বনিম্ন রানে আউটের দিনে বড় লিডের পথে দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২৮ নভেম্বর ২০২৪  
শ্রীলঙ্কার সর্বনিম্ন রানে আউটের দিনে বড় লিডের পথে দ. আফ্রিকা

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ৪২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডারবান টেস্টের দ্বিতীয় দিনে বিব্রতকর রেকর্ড গড়ে লঙ্কানরা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ১৯১ রানের জবাবে ৪২ রানে গুটিয়ে যায় তারা।

১৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। তাতে লিড হয়েছে ২৮১ রানের। ট্রিস্টান স্টাবস ১৭ ও টেম্বা বাভুমা ২৪ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শুক্রবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

আরো পড়ুন:

দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে প্রথম, ৭৭ রানে দ্বিতীয় ও ৮৯ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ১৭, উইয়ান মুল্ডার ১৫ ও এইডেন মার্করাম ৪৭ রান করে আউট হয়েছেন। শ্রীলঙ্কার প্রবথ জয়সুরিয়া ২টি উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো।

তার আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে ৪২ রানে অলআউট হয়। যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় সর্বনিম্ন।

এর আগে ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭১ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। এতোদিন সেটাই ছিল তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

শ্রীলঙ্কাকে মাত্র ৪২ রানে গুঁড়িয়ে দিতে বল হাতে দারুণ অবদান রাখেন মার্কো জানসেন। তিনি ৬.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৭টি উইকেট নেন। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। জেরাল্ড কোয়েৎজে ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। আর কাগিসু রাবাদা ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে নেন ১টি উইকেট।

ব্যাট হাতে শ্রীলঙ্কার মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে কামিন্দু মেন্ডিস ৩ চারে ১৩ ও লাহিরু কুমারা ২ চারে করেন অপরাজিত ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

শূন্যরানে আউট হয়েছেন পাঁচজন ব্যাটসম্যান। তারা হলেন দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, প্রবথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়