ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

বিপিএলের মাসকট উন্মোচন রোববার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪২, ৩০ নভেম্বর ২০২৪
বিপিএলের মাসকট উন্মোচন রোববার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারোতম আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের সূচি চূড়ান্ত করেছে। আগের আসরগুলোর মতো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচ।

এবার বিপিএল আয়োজনে ভিন্নতা দেখানোর কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যে আয়োজনের জন্য বিসিবির সঙ্গে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’’ এবং ‘‘তারুণের উৎসব ২০২৫’’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বিপিএলকে কেন্দ্র করেই এই উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

আগামীকাল রাজধানীর একটি হোটেলে এই আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হবে। যেখানে উন্মোচন করা হবে বিপিএলের মাসকট। এছাড়া জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে প্রমাণ্য চিত্র ‘‘জুলাই-অনির্বাণ’’ প্রদর্শন করা হবে। প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও  সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরো পড়ুন:

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ২৩ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে। এবার শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম ও সিলেটেও হবে উদ্বোধনী অনুষ্ঠান। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মহাযজ্ঞ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়