ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিকেলটনের মেইডেন সেঞ্চুরি, কেবেহায় ব্যাট-বলের সমান লড়াই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ৫ ডিসেম্বর ২০২৪  
রিকেলটনের মেইডেন সেঞ্চুরি, কেবেহায় ব্যাট-বলের সমান লড়াই

কেবেহায় আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর, ২০২৪) থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম দিনে ব্যাটে বলে চললো সমানতালে লড়াই। ৭ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলে দিন শেষ করেছে স্প্রিং বকরা।

জর্জের পার্কে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কার তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। ৪৪ রান তুলতেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। প্রথম ওভার মেডেন হওয়ার পর দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন টনি ডি জর্জি। দলীয় শূন্যরানে গোল্ডেন ডাক মারেন তিনি।

আরো পড়ুন:

৩২ রানের মাথায় লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে যান এইডেন মার্করাম। ৪ চারে ২০ রান আসে তার ব্যাট থেকে। নতুন ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৪ রানের মাথায় উইকেটের পেছনে স্টাবসকে তালুবন্দি করান কুমারা। ৪ রানের বেশি করতে পারেননি তিনি।

সেখান থেকে রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা ১৩৩ রানের জুটি গড়ে দারুণ প্রতিরোধ তৈরি করেন। ১৭৭ রানের মাথায় বাভুমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আসিথা। তার বলে বাভুমাও উইকেটের পেছনে ক্যাচ দেন। ৮টি চার ও ১ ছক্কায় ৭৮ রান করে যান অধিনায়ক। এটা ছিল তার ব্যাক টু ব্যাক তিন ইনিংসে ফিফটি প্লাস সংগ্রহ। এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭০ ও দ্বিতীয় ইনিংসে ১১৩ রান করেছিলেন।

১৮৬ রানে দ্রুতই ফিরেন ডেভিড বেডিংহ্যাম। মাত্র ৬ রান করে প্রবথ জয়সুরিয়ার বলে বোল্ড হয়ে যান তিনি। সেখান থেকে রিকেলটন ও কাইল ভেরেনি ষষ্ঠ উইকেটে দলীয় সংগ্রহে ৭৭ রান যোগ করেন। ২৬৩ রানের মাথায় রিকেলটনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কুমারা। ফেরার আগে ২৫০ বলে ১১ চারে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১০১) করে যান। অষ্টম টেস্ট খেলতে নেমে প্রথম সেঞ্চুরির স্বাদ পান তিনি। আগের ৭ টেস্টের ১২ ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪২। আজ প্রথম ফিফটিকে তিনি প্রথম সেঞ্চুরিতে পরিণত করেন।

মার্কো জানসেন এসে ৫ বলের বেশি টিকতে পারেননি। এক বাউন্ডারিতে ৪ রান করে তিনি বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে যান। দক্ষিণ আফ্রিকার রান তখন ৭ উইকেটে ২৬৯। এরপর অবশ্য দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ারদ্বয়। ভেরেনি ৬ চারে ৪৮ রানে অপরাজিত আছেন। শুক্রবার দ্বিতীয় দিনে তার সঙ্গে ব্যাট করতে নামবেন কেশভ মহারাজ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়