ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৯ বছর বয়সী স্যাম ভাঙতে পারেন ৯৫ বছরের রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫০, ২১ ডিসেম্বর ২০২৪
১৯ বছর বয়সী স্যাম ভাঙতে পারেন ৯৫ বছরের রেকর্ড

স্যাম কনস্টাস

‘বর্ডার-গাভাস্কার ট্রফি’র শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ক্রিকেটার স্যাম কনস্টাস। তিন টেস্ট খেলা নাথান ম্যাকসুইনির জায়গায় সুযোগ পেয়েছেন স্যাম। 

ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সম্প্রতি আলোচনায় এসেছেন তিনি। গত অক্টোবরে ঊনিশে পা রাখা স্যাম এবার সুযোগ পেলেন জাতীয় দলে। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচে স্যামের মাথায় টেস্ট ক্যাপ উঠলে ৯৫ বছরের পুরনো রেকর্ড ভাঙবেন। সবচেয়ে কম বয়সী টেস্ট ওপেনার হিসেবে নাম লেখাবেন স্যাম। ভাঙবেন ১৯২৯ সালে করা আর্চি জ্যাকসনের রেকর্ড। 

আরো পড়ুন:

অ্যাডিলেডে ১৯ বছর ১৪৯ দিনে অভিষেক হয় আর্চি জ্যাকসনের। ২৬ ডিসেম্বর স্যাম টেস্ট ক্যাপ পেলে সেদিন তার বয়স হবে ১৯ বছর ৮৪ দিন। মাঠে নামলেই ইতিহাসের পাতায় আটকে যাবেন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী ওপেনার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন প্রয়াত ফিল হিউজ। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তার অভিষেক হয় ২০ বছর বয়সে। 

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডার্সের হয়ে খেলেছেন স্যাম। নিউ সাউথ ওয়েলসের হয়ে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে নজরে আসেন। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের পর টানা দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন। এরপর ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়েও গোলাপী বলে সেঞ্চুরি করেছেন তরুণ এই তরুণ ব্যাটসম্যান। 

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে ৪২.২৩ গড়ে স্যাম করেছেন ৭১৮ রান। দুই সেঞ্চুরির সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছেন। তাকে নিয়ে তাই উচ্ছ্বাসটাও বেশি।  

অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।

ঢাকা/ইয়াসিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়