ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম ইনিংসে ১৮৫ রানেই অলআউট ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:২২, ৩ জানুয়ারি ২০২৫
প্রথম ইনিংসে ১৮৫ রানেই অলআউট ভারত

বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। বাংলাদেশ সময় ভোরে শুরু হয়েছে এই টেস্ট। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। কিন্তু তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়নি। ৭২.২ ওভারে তারা মাত্র ১৮৫ রানেই অলআউট হয়েছে।

ব্যাট হাতে ভারতের কেউ ফিফটির দেখাও পায়নি। ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন ঋষভ পন্ত। ৩ চারে ২৬ রান করেন রবীন্দ্র জাদেজা। অতিরিক্ত খাত থেকেও আসে ২৬ রান। এছাড়া জাসপ্রিত বুমরাহ ৩ চার ও ১ ছক্কায় ২২, শুভমান গিল ২০ ও বিরাট কোহলি করেন ১৭ রান।

আরো পড়ুন:

বল হাতে অস্ট্রেলিয়ার সেরা ছিলেন স্কট বোল্যান্ড। তিনি ২০ ওভারে ৮ মেডেনসহ ৩১ রান দিয়ে ৪টি উইকেট নেন। মিচেল স্টার্ক ১৮ ওভারে ৫টি মেডেনসহ ৪৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর অধিনায়ক প্যাট কামিন্স ১৫.২ ওভারে ৪টি মেডেনসহ ৩৭ রান দিয়ে নেন ২টি উইকেট। আর নাথান লায়ন নেন অপর উইকেটটি।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও ৩ ওভারেই হারিয়েছে ১টি উইকেট। দলীয় ৯ রানের মাথায় ইনিংসের শেষ বলে আউট হয়েছেন উসমান খাজা। ২টি রান এসেছে তার ব্যাট থেকে। বুমরাহর বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন খাজা।

৭ রানে অপরাজিত থাকা স্যাম কনস্টাসের সাথে শনিবার সকালে ব্যাট করতে নামবেন মার্নাশ ল্যাবুশেন। ভারতের চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ১৭৬ রানে।

পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে আছে। এই টেস্ট জিতলে দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়াও নিশ্চিত করবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়