তামিমকে বিসিবির ‘ধন্যবাদ’, ভবিষ্যতের জন্য শুভকামনা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
লাল সবুজের জার্সিতে শেষ হয়েছে তামিম ইকবাল অধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তামিম আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রার ইতি টানার ঘোষণা। সতীর্থ হতে করে শুভাকাঙ্ক্ষীরা দেশসেরা এই ওপেনারকে কৃতজ্ঞতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে যাচ্ছেন।
এবার এতে শামিল হয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের অবসরের প্রায় ২৪ ঘণ্টা পর ইমেইলে বিবৃতির মাধ্যমে তামিমকে বিসিবির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।
“তামিমের অবসর বাংলাদেশ ক্রিকেট এবং বিশ্বব্যাপী দেশ জাতি নির্বিশেষে লাখ লাখ ভক্তের জন্য দুঃখের মুহূর্ত। আন্তর্জাতিকভাবে তামিম বাংলাদেশের অন্যতম সেরা দূত, কেবল তার দক্ষতার জন্যই নয়; বরং দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারজুড়ে তিনি যেভাবে নিজেকে পরিচালনা করেছেন তার জন্যও।”
‘‘শুরু থেকে তামিম বিশ্বব্যাপী বাংলাদেশ ক্রিকেটের প্রতি মনোযোগ আকর্ষণ করিয়েছেন। এর জন্য আমরা চির কৃতজ্ঞ। বিসিবির পক্ষ থেকে, আমরা তামিম ইকবালকে তার অতুলনীয় সার্ভিসের জন্য ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।”
গতকাল রাতে তামিম ফেসবুকে লেখেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।”
“অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।”
তামিম বাংলাদেশের জার্সিতে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টিতে রান করেছেন যথাক্রমে ৫ হাজার ১৩৪, ৮ হাজার ৩৫৭ ও ১৭৫৮ রান।
সবশেষ তাকে দেখা গেছে ওয়ানডে জার্সিতে, ২০২৩ সালের সেপ্টেম্বরে। ২০০৭ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। তিন সংস্করণে তামিমের রান ১৫ হাজার ২৪৯। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের কীর্তি গড়েন।
২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত বাংলাদেশকে ৩৫টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তামিম। জয় পেয়েছেন ২১টিতে। বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে তামিমের নাম প্রথম সারিতেই থাকবে। এ ছাড়াও নেতৃত্ব দিয়েছেন একটি টেস্ট ম্যাচেও।
ঢাকা/রিয়াদ/এনএইচ