ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়াদ শেষের আগেই কেন বিসিবির চাকরি ছাড়লেন পোথাস

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:২০, ১৭ জানুয়ারি ২০২৫
মেয়াদ শেষের আগেই কেন বিসিবির চাকরি ছাড়লেন পোথাস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ থেকে এবার বিদায় নিয়েছেন নিক পোথাস। সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিলেও শেষদিকে কাজ করেছেন ফিল্ডিং কোচ হিসেবে।

পোথাস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি ছাড়ার বিষয়টি জানিয়েছেন। দুই বছরের চুক্তিতে ২০২৩ সালের মে মাসে বাংলাদেশে কাজ শুরু করেন পোথাস। এখনো ছয় মাস বাকি থাকলেও তিনি ইস্তফা দেন দায়িত্ব থেকে।

বিসিবি ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস রাইজিংবিডিকে বলেন, ‘‘পারিবারিক কারণে পোথাস চাকরি ছেড়েছেন। গত বছরের ২০ ডিসেম্বর থেকে পোথাসের রেজিগনেশন কার্যকর হয়েছে।’’

এদিকে, বিদায়ী ঘোষণায় পোথাস এক আবেগী বার্তায় লিখেন, ‘‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ হতো। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’’

বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ, ‘‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করব।’’

জাতীয় দলে পোথাসের ভূমিকা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হতো। তার দায়িত্ব কি সেটা নিয়েও ছিল ধোঁয়াশা। কখনো সহকারী কোচ, কখনো ব্যাটিং আবার কখনো ফিল্ডিং কোচের ভূমিকা নিয়ে কাজ করেছেন পোথাস।

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়