ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেকটা রাঙাতে পারলেন না ‘শোয়েব মালিকের ভাতিজা’ হুরাইরা  

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৭, ১৭ জানুয়ারি ২০২৫
অভিষেকটা রাঙাতে পারলেন না ‘শোয়েব মালিকের ভাতিজা’ হুরাইরা  

সাইম আইয়ুব ইনজুরিতে। অন্যদিকে অভিজ্ঞ আব্দুল্লাহ শফিক বেশ কিছুদিন ধরেই আছেন রান খরায়। তাই মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টের জন্য একদিন আগে ঘোষিত দলে রাখা হয়েছিল আবু হুরাইরা নামের ২২ বছর বয়সী এক ওপেনারকে। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ট্রিপল সেঞ্চুরিয়ান এই ব্যাটসম্যানের আরেকটি পরিচয় হচ্ছে তিনি তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের ভাতিজা! তবে পাকিস্তানের হয়ে অভিষেক ইনিংসটা হয়তো ভুলে যেতে চাইবেন হুরাইরা।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫)টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তবে ক্যারিবিয়ান পেসার জেইডন সিলসের তোপে উড়ে যায় স্বাগতিকদের টপ অর্ডার। এই পেসারের বলেই ১৫ বলে ৬ রান করে, উইকেটের পেছনে টেভিন ইমলাচের ক্যাচে পরিণত হন হুরাইরা।

আরো পড়ুন:

ঘরোয়া ক্রিকেট এবং বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান হুরাইরার অন্তর্ভুক্তি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল শোয়েব মালিকের কারণে। ক্রিকেটপ্রেমীরা মূলত দেখতে চাচ্ছিলেন ডানহাতি এই ওপেনার তার চাচার মত পারফরম্যান্স করতে সক্ষম কি না। শোয়েব মালিক পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১৮৬৭ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছিলেন ২১৮টি উইকেট। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবার বহু আগেই বোলিং করা অনেকটা ছেড়েই দিয়েছিলেন এই অলরাউন্ডার।

অন্যদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৪ ম্যাচে প্রায় ৫০ গড়ে ৩৪২৭ রান করা তরুণ হুরাইরা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত, নাকি আরও সময় লাগবে, সে ব্যাপারটা পরখ করতে চাইবেন সমর্থকরা। এ যাত্রায় দর্শকরা নিরাশ হয়েছেন। যদিও হুরাইরা দ্বিতীয় ইনিংসে সেই ভুল শুধরে নেওয়ার আরেকটা সুযোগ তিনি পাবেন।
পাকিস্তান এই ম্যাচটা কেবল একজন পেসার (খুররাম শাহজাদ) নিয়ে খেলছে। একাদশে নেই দুই গতিতারকা শাহিন শাহ আফ্রিদি ও নাছিম শাহ। তবে  সাজিদ খান, নোমান আলী ও আবরার আহমেদের মতো ৩ জন বিশেষজ্ঞ স্পিনার আছেন দলে। সাথে পার্ট টাইমার হিসেবে আছেন সাউদ শাকিল এবং সালমান আলী আগা।

কুয়াশাচ্ছন্ন বৈরি আবহাওয়ায় আজ প্রথম সেশনে কোন বলই মাঠে গড়ায়নি। পরে ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা শুরু হলে আরম্ভ হয় সিলসের তোপ। ৪৬ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়ে সামলে নেন সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৪৩ রান। সারাদিনে খেলা হয়েছে মাত্র ৪১.৩ ওভার। 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়