ইফতেখারে ‘মুখ রক্ষা’ রংপুরের
ব্যাটিংয়ে আবারও বিপর্যয়ে রংপুর রাইডার্স। চিটাগং কিংসের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে তাদের রান ৬৮। সেখান থেকে তারা কতদূর যেতে পারে তা নির্ভর করছিল ইফতেখার আহমেদের ওপর। পাকিস্তানের অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার দেয়াল হয়ে দাঁড়িয়ে লড়লেন শেষ পর্যন্ত। তাতে রংপুর রাইডার্স পেয়েছে গড়পড়তা সংগ্রহ।
ইফতেখার আহমেদের ৪৭ বলে ৬৫ রানের হার না মানা ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৪৩ রান তুলেছে রংপুর। ৭ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন ইফতেখার। এছাড়া তার সঙ্গে ২২ রানে অপরাজিত থাকেন মাহেদী হাসান। ২০ বলে ৩ চারে ২২ রান করেন তিনি। দুজন ষষ্ঠ উইকেটে ৪৭ বলে ৭৫ রান করেন। তাতে মাথা তুলে দাঁড়ানোর শক্তি পেয়েছে বিপিএলের সাবেক শিরোপাধারীরা।
ইনিংসের প্রথম ওভারটিই ছিল মেডেন। শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর ওভার থেকে কোনো রান নিতে পারেননি স্টিভেন টেইলর। বাঁহাতি ওপেনার দ্বিতীয় ওভারে ফেরেন সাজঘরে। পেসার শরিফুল ইসলাম তার উইকেট উপচে ফেলেন।
আরেক ওপেনার সৌম্য জীবন পাওয়ার পরও ভালো করতে পারেননি। ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন। শরিফুলকে তিনে নামা সাইফ পরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরু করেছিলেন। কিন্তু ওই রানেই থেমে যেতে হয় তাকে। অধিনায়ক নুরুল হাসান সোহানের সংগ্রামী ইনিংস শেষ হয় বাজে শটে। ২১ বলে মাত্র ৯ রান করেন তিনি।
ইরফান শুক্কুর পারেননি সুযোগটি কাজে লাগাতে। ২ বলে ১ রান করে শামীমের বলে এলবিডব্লিউ হন। ১২.২ ওভারে পথ ভোলা রংপুরকে সেখান থেকে শেষ পর্যন্ত টেনে নেন ইফতেখার ও মাহেদী। তাদের ব্যাটেই বলার মতো পুঁজি পেয়েছে রংপুর। বোলাররা তাদের জয়ে স্বাদ দিতে পারেন কিনা সেটা সময় বলবে।
ঢাকা/ইয়াসিন/নাভিদ