সবার আগে ফাইনালে যাওয়ার মহারণে বরিশাল-চিটাগং, একাদশে কারা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি ফরচুন বরিশাল-চিটাগং কিংস। সবার আগে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (০৩ জানুয়ারি, ২০২৫) মুখোমুখি দুই দল। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাটি শুরু হবে। যে জিতবে প্রথম দল হিসেবে ফাইনালে যাবে। আর হারলেও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
১২ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে কোয়ালিফায়ারে আসে তামিমের বরিশাল। যারা গতবার জিতেছিল শিরোপা। অন্যদিকে ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে চিটাগং কিংসের অবস্থান দুইয়ে।
বরিশাল একাদশ:
তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ নবী, কাইল মায়ার্স, ডেবিড মালান, ইবাদত হোসেন ও তানভীর ইসলাম।
চিটাগং একাদশ:
খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী, মোহাম্মদ মিথুন, শামীম হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।
ঢাকা/রিয়াদ/আমিনুল