ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিতের ৪৯তম সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৫  
রোহিতের ৪৯তম সেঞ্চুরি

প্রথম ম্যাচে ২ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া টার্গেট বেশ চ্যালেঞ্জিং। সেখানে দেয়াল হয়ে দাঁড়ালেন অধিনায়ক রোহিত শর্মা। তুলে নিলেন ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। যা ওয়ানডেতে ৩২তম।

ইংল্যান্ডের বিপক্ষে কটকে আজ রোববার (০৯ ফেব্রুয়ারি, ২০২৫) দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭৬ বলে ৯টি চার ও ৭ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। এর আগে ২০২৩ সালের ১১ অক্টোবর পেয়েছিলেন ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরির দেখা। ১৬ মাস পর পেলেন ক্যারিয়ারের ৩২তম শতক। যা আন্তর্জাতিক ক্রিকেটে তার ৪৯তম (ওয়ানডে ৩২, টেস্ট ১২ ও টি-টোয়েন্টি ৫)।

আরো পড়ুন:

ক্যারিয়ারে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছেন রোহিত। পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়কে। এতোদিন ৪৮ সেঞ্চুরি নিয়ে দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন। ৮১ সেঞ্চুরি নিয়ে বিরাট কোহলি আছেন দ্বিতীয় স্থানে। আর ১০০ সেঞ্চুরি নিয়ে যথারীতি শচীন টেন্ডুলকার আছেন শীর্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়