ওয়ানডে ও টি-টোয়েন্টির পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী মার্চে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। পূর্বনির্ধারিত এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে টেস্ট সিরিজের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
সাদাপোশাকে দুই ম্যাচের টেস্টের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র রাইজিংবিডকে নিশ্চিত করেছে। টেস্ট দুটি হবে সিলেট ও চট্টগ্রামে। ঢাকায় মিরপুরে কোনো ম্যাচ রাখা হয়নি।
দুই দেশের ক্রিকেট বোর্ড সূচি নির্ধারণে কাজ করে যাচ্ছে। খসড়া তৈরি হলেও এখন পর্যন্ত সূচি চূড়ান্ত হয়নি। দ্রুতই আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ হতে পারে।
সবশেষ জিম্বাবুয়ে বাংলাদেশে টেস্ট খেলেছিল ২০২০ সালে। মিরপুর শের-ই-বাংলায় সেবার ইনিংস ও ১০৬ রানের বড় ব্যধানে জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ এখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিচ্ছে। ১৩ ফেব্রুয়ারী রাতে দুবাই উড়াল দেয়ার কথা রয়েছে। ২০ ফেব্রুয়ারী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি।
ঢাকা/রিয়াদ/নাভিদ