বাংলাদেশের ব্যাটিংয়ের বেহাল দশা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

স্বীকৃত শেষ ব্যাটসম্যান হিসেবে জাকের আলী যখন আউট হলেন তখন বাংলাদেশের স্কোরবোর্ডের চিত্র ৭ উইকেটে ১৩৭। ওভার মাত্র ২৮.১।
চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ। অথচ পাকিস্তান শাহীনসের বিপক্ষে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচেই ব্যাটিংয়ে বেহাল দশা। শেষ পর্যন্ত আরো ১০ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০২ রান তুলে অলআউট বাংলাদেশ।
সৌম্য সরকার ৩৫, মেহেদী হাসান মিরাজ ৪৪ ও তানজিম সাকিব ৩০ রান করেন। এছাড়া বিশের ঘর ছুঁয়েছেন তাওহীদ হৃদয় । বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি। সৌম্য ৪ চারে ৩৮ বলে ৩৫ রান করেন। সর্বোচ্চ ৪৪ রান করে মিরাজ ৫৩ বলে ৩টি চার হাঁকান। বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কাটি আসে তানজিম সাকিবের ব্যাট থেকে। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কা হাঁকান লেজের এই ব্যাটসম্যান।
পাকিস্তান শাহীনসের হয়ে বল হাতে উসামান মির ৪৩ রানে ৪ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন মুসা খান।
সংক্ষিপ্ত স্কোর: তানজিদ হাসান (৬), সৌম্য সরকার (৩৫), নাজমুল হোসেন শান্ত (১২), মেহেদী হাসান মিরাজ (৪৪), তাওহীদ হৃদয় (২০), মুশফিকুর রহিম (৭), জাকের আলী অনিক (৪), রিশাদ হোসেন (১৪), তানজিম সাকিব (৩০), নাসুম আহমেদ (১৫) ও তাসকিন আহমেদ (৪)।
ঢাকা/ইয়াসিন/নাভিদ