ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ কোটির ‘ভিআইপি টিকিট’ বিক্রি করে পিসিবি প্রধান বসবেন সাধারণ বক্সে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
৫ কোটির ‘ভিআইপি টিকিট’ বিক্রি করে পিসিবি প্রধান বসবেন সাধারণ বক্সে

আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্ট আয়োজক ও পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ডের প্রধান হিসেবে এই ম্যাচে ভিআইপি বক্সে বসে খেলা দেখার সুযোগ রয়েছে মোহসীন নাকভির।

কিন্তু তিনি ভিআইপি বক্সে বসে খেলা না দেখার সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিবর্তে তিনি জেনারেল বক্সে বসে খেলা দেখবেন। আর তার জন্য বরাদ্ধকৃত ৪ লাখ ডলার তথা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভিআইপি বক্স অন্য কারও কাছে বিক্রি করে দিতে বলেছেন। যাতে করে আয়োজক হিসেবে পাকিস্তানের রেভিনিউ বাড়ে।

আরো পড়ুন:

মূলত স্টেডিয়াম সংস্কারে অনেক টাকা খরচ করতেছে পাকিস্তান। এখন তারা এই টুর্নামেন্ট থেকে বাড়তি আয় করার দিকে মনোযোগী হচ্ছে। সবশেষ ১৯৯৬ বিশ্বকাপের সময় পাকিস্তানের স্টেডিয়ামগুলোর সংস্কার হয়েছিল। এরপর আর বড় কোনো সংস্কার হয়নি। ২৯ বছর পর পাকিস্তানের স্টেডিয়ামগুলোর সংস্কারের পাশাপাশি ঢেলে সাজানো হচ্ছে। খরচও হচ্ছে বেশ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়