ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে আজ দুপুর ৩টায় (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচের আগে চাপে আছে দুই দলই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে এই দুই দলই।

টসে জিতে ইংল্যান্ডকে ফিল্ডিংয়ে পাঠান আফগানিস্তান দলের অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারার পরও জস বাটলার তাদের একাদশ খুব বেশি পরিবর্তনের পক্ষে ছিলেন না। কেবল ব্রাইডন কার্সের চোটের কারণে জেমি ওভারটনকে বোলিং অলরাউন্ডার হিসেবে দলে এসেছেন।

আরো পড়ুন:

অন্যদিকে আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি ম্যাচের আগে বলেছেন যে, তারা অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবেন।

আফগানিস্তান: ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতল, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গোলবাদিন নাইব, রশিদ খান, নূর আহমদ, ফজলহাক ফারুকী।

ইংল্যান্ড: বেন ডাকেট, ফিল সল্ট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

সেমি ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে দুলেরই জয়ের বিকল্প নেই আজকের ম্যাচে।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়