ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

না জিতেও সেমি ফাইনালে উঠতে পারবে আফগানরা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
না জিতেও সেমি ফাইনালে উঠতে পারবে আফগানরা!

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে 'ক্রিকেটের জনক' ইংল্যান্ডকে হারিয়ে চারদিকে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) আফগানদের বিপক্ষে ইংলিশরা ৮ রানে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে যায়। ফলে গ্রুপ ‘বি’র বাকি তিন দল বেশ ভালোভাবেই টিকে আছে সেমি ফাইনালের দৌড়ে। এই গ্রুপে কি হলে কে শেষ চারে যাবে সেই সমীকরণ একবার মিলিয়ে দেখা যাক।

গ্রুপ ‘বি’তে ম্যাচ বাকি দুটি। আজ (২৮ ফেব্রুয়ারি, ২০২৫) আফগানিস্তান মুখোমুখি হচ্ছে গেলবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড লড়বে ১ মার্চ।

আরো পড়ুন:

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া জিতলে

যদি এই দুই দল জিতে যায় তাহলে একদম সহজ সমীকরণ, দুই দলই উঠে যাবে সেমি ফাইনালে। ক্রিকেটের এই দুই পরাশক্তির পইয়েন্ট হবে তখন সমান ৫। রান রেটের ভিত্তিতে নির্ধারিত হবে গ্রুপের শীর্ষ স্থান। প্রোটিয়াদের রানরেট (+২.১৪০), অন্যদিকে (+০.৪৭৫) রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অজিরা।

আফগানিস্তান–অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে

গতকালের (২৭ ফেব্রুয়ারি, ২০২৫) পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে সেটি ছিল রাওয়ালপিন্ডিতে। আজ লাহোরেও বৃষ্টির শঙ্কা আছে। যদি আফগানিস্তান–অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হয় এবং দুই দল ১ পয়েন্ট করে লাভ করে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারায়, তাহলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকবে তারা। আবার যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের পয়েন্ট দাঁড়াবে সমান ৩। সেক্ষেত্রে রান রেটর উপর নির্ভর করে একদল শেষ চারে ওঠবে। আফগানদের রান রেট (-০.৯৯০) হওয়ায় তাদেরই বাদ পড়া প্রায় নিশ্চিত।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড জিতলে

অস্ট্রেলিয়া ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারে যাবে। দক্ষিণ আফ্রিকাও ৩ পয়েন্ট নিয়ে সেমিতে পদার্পণ করবে।

আফগানিস্তান ও ইংল্যান্ড জিতলে

৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনালে চলে যাবে আফগানিস্তান। দ্বিতীয় স্থানের লড়াই হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। এই দুই দলই ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে। দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে নেট রান রেটে এগিয়ে। তাই ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারলে এবং অস্ট্রেলিয়া খুব ছোট ব্যবধানে হারলেই কেবল প্রোটিয়ারা ছিটকে পড়বে। উদাহরণ হিসেবে ব্লা যায়- দক্ষিণ আফ্রিকা যদি কমপক্ষে ৮৭ রানে হারে এবং একই সাথে আফগানদের দেওয়া ৩০০ রান তাড়া করতে নেমে অজিরা যদি ১ রানে হারে।  

আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা জিতলে

দক্ষিণ আফ্রিকা ৫ পয়েন্ট নিয়ে শীর্ষই থাকবে। আর আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমি ফাইনালে যাবে।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়