ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার ভেন্যুতে ৩৪ ম‌্যাচের পিএসএল হবে ৩৮ দিনে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
চার ভেন্যুতে ৩৪ ম‌্যাচের পিএসএল হবে ৩৮ দিনে

চ‌্যাম্পিয়নস ট্রফির পরপরই পাকিস্তানে শুরু হবে পাকিস্তান সুপার লিগের খেলা। ভারত প্রতিযোগিতার ফাইনালে না উঠলে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে ৯ এপ্রিল। দুদিন পরই শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। 

এত দিন ফেব্রুয়ারি-মার্চ আয়োজন করা হতো পিএসএল। এবার চ‌্যাম্পিয়নস ট্রফির কারণে আয়োজন দুই মাস পিছিয়েছে। ছয় দলের এই প্রতিযোগিতা চারটি ভেনু্যতে আয়োজন করা হবে। মোট ম‌্যাচ হবে ৩৪টি। খেলা হবে ৩৮ দিন। 

আরো পড়ুন:

বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে রাওয়ালপিণ্ডিতে। ফাইনাল ম‌্যাচ হবে ১৮ মে লাহোরে। 

ফাইনালসহ সর্বোচ্চ ১৩টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে হবে ১১ ম্যাচ। এছাড়া মুলতান ও করাচিতে হবে ৫টি করে ম্যাচ।

বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার পিএসএলে দল পেয়েছেন। লিটন আছেন করাচি কিংসে। রিশাদ হোসেন লাহোর কালান্দার্সে। নাহিদ রানা পেশোয়ার জালমিতে।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়