ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেইনের মাইলফলক ছোঁয়ার রাতে পাত্তা পেল না লেভারকুজেন 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১২ মার্চ ২০২৫   আপডেট: ১৪:৩৫, ১২ মার্চ ২০২৫
কেইনের মাইলফলক ছোঁয়ার রাতে পাত্তা পেল না লেভারকুজেন 

গত মৌসুমে বেয়ার লেভারকুজেনের কাছে বুন্দেসলিগা শিরোপা খোয়ানোটা অহংয়ে লেগেছিল বায়ার্ন মিউনিখের। এবার অবশ্য জার্মান লিগে বেশ এগিয়েই আছে বাভারিয়ানরা, তবে লিগ শিরোপা নিশ্চিত হতে আরও মাস দেড়েক লাগবে কমপক্ষে। এদিকে এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো যখন ড্র হলো, তখন সম্ভবত সবচেয়ে বেশি খুশি ছিল ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। অবশেষে তারা একটা দারুণ সুযোগ পেল লেভারকুজেনের বিপক্ষে পুরোনো হিসেব চুকানোর।

দুই জার্মান ক্লাবের শেষ ষোলোর মহারণ অবশ্য প্রথম লেগেই কিছুটা রফাদফা হয়ে যায়। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনাতে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠা অনেকটাই নিশ্চিত করে রাখে বায়ার্ন। আর মঙ্গলবার (১১ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ফিরতি লেগে লেভারকুজেনকে ২-০ গোলে হারিয়ে অ্যাগ্রিগেটে ৫-০ ব্যবধানে শেষ আটে উঠার আনুষ্ঠানিকতা সারল বায়ার্ন।

আরো পড়ুন:

লেভারকুজেনের মাঠ বে এরিনাতে প্রথমার্ধ গোল শূন্য কাটে। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে গিয়ে গোল ক্ষরা কাটান ইংলিশ সুপারস্টার হ্যারি কেইন। ম্যাচের ৭১ মিনিটে আলফানসো ডেভিস যে গোলটি করলেন, সেখানেও অ্যাসিস্ট ছিল কেইনেরই। মূলত তার বানিয়ে দেয়া বলে এক টাচেই লেভারকুজেনের জালে জড়ান ডেভিস।

গতরাতে কেইন গোল করে বনে যান প্রথম ইংলিশ ফুটবলার, যিনি ইউরোপিয়ান প্রতিযোগিতায় এক মৌসুমে ১০ গোল করার রেকর্ড গড়লেন। ইংল্যান্ডের অধিনায়ক এই মৌসুমে বায়ার্নের জার্সিতে ৩৬ ম্যাচে ইতিমধ্যেই করে ফেলেছেন ৩২ গোল ও ১১ অ্যাসিস্ট। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারের প্রশংসায় পঞ্চমুখ বায়ার্ন ম্যানেজার।

কোম্পানি বলেন বয়সের সঙ্গে ধার বেড়েই যাচ্ছে কেইনের, “এটা সাহায্য করে যখন আপনার কাছে এমন একজন শীর্ষ খেলোয়াড় থাকে, যে কিনা প্রয়োজনে একদম তরুণ খেলোয়াড়ের মতো দৌড়ায় এবং লড়াই করতে চায়। খেলোয়াড় হিসেবে আমি তার (কেইন) বিপক্ষে খেলেছি। বয়সের সঙ্গে আরও পরিণত হয়েছে সে।”

বায়ার্নে যোগ দেওয়ার এখনও দুই বছর পুর্তি হয়নি কেইনের। এর মাঝেই করে ফেলেছেন ৭৬ গোল ও ২৩ অ্যাসিস্ট। তাই তো জার্মান ক্লাবটির ৩৮ বছর বয়সী বেলজিনা কোচ জানালেন তার অগাধ বিশ্বাস আছে কেইনের উপর। কোম্পানি বলেন, “পারফরম্যান্স নিয়ে কাজ করার জন্য তার নিজস্ব একটা উপায় আছে। আমি তার ধারাবাহিকতায় বিশ্বাস করি। একই সাথে বিশ্বাস করি তার খেলার প্রতি ও কাজের প্রতি।”

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়